হার দেখল মেসি-সুয়ারেসহীন বার্সা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-21 01:41:38

দলের দুই সেরা তারকাকে মাঠে বাইরে রেখে খেলতে নামার মাশুল গুনল বার্সেলোনা। লিওনেল মেসি আর লুইস সুয়ারেসকে ছাড়া খেলতে নেমে হেরে গেল লেভেন্তের কাছে। কোপা দেল রের শেষ ষোলোর প্রথম লেগে প্রতিপক্ষের মাঠে হোঁচট খেলো কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নদের বৃহস্পতিবার রাতে ২-১ গোলে হারাল নিচের সারির দল লেভান্তে।

অথচ এই দলটিকেই সবশেষ বার ৫-০ গোলে উড়িয়ে দিয়েছিল বার্সা। যে ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন মেসি। কিন্তু এবার তাকে ছাড়াও নিয়মিত একাদশের কয়েকজনকে বিশ্রামে রেখে খেলতে নেমে হার দেখল দল।

সবশেষ টানা ৯ ম্যাচে অপরাজিত থেকে এবার হার দেখল বার্সেলোনা। ২০১৮ সালের ১১ নভেম্বরের পর আবারো হারের তিক্ত স্বাদ পেল কাতালান ক্লাবটি।

তবে বৃহস্পতিবার ভাল খেলেও হার দেখেছে ফেভারিটরা। স্রোতের বিপরীতে ম্যাচ শুরুর ৪ মিনিটে পিছিয়ে যায় তারা। লেভেন্তের হয়ে গোল করেন এরিক কাবাকো।

এরপর ১৮তম মিনিটে বার্সাকে চমকে দিয়ে ব্যবধান দ্বিগুণ করেন বোরহা মায়োরাল (২-০)। তারপরও ম্যাচে ফেরার অনেক চেষ্টা করলেও গোলের দেখা পাচ্ছিলেন না। অবশেষে ৮৫তম মিনিটে স্পট কিকে ব্যবধান কমান ফিলিপে কৌতিনিয়ো। তবে অারেকটি গোলের দেখা মিলেনি।

১৭ জানুয়ারি ন্যু ক্যাম্পে কোপা দেল রের শেষ ষোলর দ্বিতীয় লেগের ম্যাচে লেভেন্তের সঙ্গে লড়বে বার্সা। সন্দেহ নেই নিজেদের মাঠে বড় ব্যবধানে জয়ে চোখ থাকবে তাদের।

এ সম্পর্কিত আরও খবর