হিটের চেয়ে মূল প্রতিযোগিতাই সময়টা নিচ্ছেন বেশি। তেহরানে এশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে এমন হয়েছিল বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমানের। এবার চলমান বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসেও ঘটল একই ঘটনা। স্কটল্যান্ডের গ্লাসগোয় অনুষ্ঠিত এই আসরে ৬০ মিটার স্প্রিন্টের সেমি-ফাইনাল থেকে বিদায় নিলেন ইমরানুর, এতে ফাইনালের স্বপ্ন আরও কিছুটা দীর্ঘায়িত হলো দেশের এই তারকা অ্যাথলেটের।
হিটে বরাবরের মতো সফল থেকে গতকাল (শুক্রবার) ৭ নম্বর হিট থেকে সেমিতে পৌঁছান ইমরানুর। সেখানে সময় নিয়েছলেন ৬.৬৪ সেকেন্ড। তবে কাটাতে পারলেন না মূল প্রতিযোগিতার জুজু। সেমির ২ নম্বর হিটে দৌড় শেষ করলেন ৬.৭০ সেকেন্ডে। যা হিটের চেয়ে ০.০৬ সেকেন্ড বেশি। এবং এতেই সেমির হিট শেষ করেন সবার পরে।
সেমির এই হিটে দ্বিতীয় হয়ে শেষ প্রতিযোগী হিসেবে ফাইনাল নিশ্চিত করেন ক্যামেরুনের ইম্যানুয়েল ইসেমে। যিনি সময় নেন ৬.৫২ সেকেন্ড। এতে নিজের ক্যারিয়ার সেরা ৬.৫৯ সেকেন্ডে দৌড় শেষ করলেও ফাইনালে পথ ধরতে পারতেন না ইমরানুর।
২০২২ বিশ্ব ইনডোর অ্যাথলেটিকসেও সেমিতে উঠেছিলেন ইমরানুর। এতে দ্বিতীয়বারের মতো ভাঙল তার ফাইনালের স্বপ্ন।