জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন দেশসেরা আর্চার রোমান সানা। বাংলাদেশ আর্চারি ফেডারেশনকে নিজেই চিঠি দিয়ে এটি জানিয়েছেন তিনি।
সম্প্রতি আর্চারির জাতীয় দল থেকে বাদ পড়েছেন রোমান। ফেব্রুয়ারির ২০ থেকে ২৪ তারিখে অনুষ্ঠিত এশিয়ান আর্চারি প্রতিযোগিতায় বাজে পারফরম্যান্সের কারণে দলে রাখা হয়নি তাকে। হঠাত করে অবসরের সিদ্ধান্ত নেওয়ার এটিই কারণ কিনা এই বিষয়েও আলোচনা করছেন অনেকে।
বিশ্ব আর্চারিতে বাংলাদেশের নামটি তুলে ধরেছিলেন এই রোমান সানাই। ২০১৯ সালে বিশ্ব আর্চারি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ পদক অর্জন করেছিলেন তিনি। যেকোনো খেলায় বাংলাদেশের প্রথম ক্রীড়াবিদ হিসেবে অলিম্পিকে সরাসরি কোয়ালিফাই করেছিলেন রোমান। ২০২১ আর্চারি বিশ্বকাপের দ্বৈত ফাইনালেও জায়গা করে নিয়েছিলেন, যদিও নেদারল্যান্ডসের সঙ্গে সেই যাত্রায় পরাজয় স্বীকার করে নিতে হয়েছিল তাকে।