রোহিতের অসাধারণ সেঞ্চুরিতেও পারল না ভারত

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 06:21:44

সাফল্যের আকাশে উড়ছিল ভারত। দিন কয়েক আগেই সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ইতিহাস গড়েছে বিরাট কোহলির দল। অস্ট্রেলিয়ার মাঠে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের রেশ থাকতেই শুরু করেছে ওয়ানডে মিশন। কিন্তু একদিনের ক্রিকেটে প্রথম ম্যাচেই হার মানল সফরকারীরা। সিডনিতেই সাফল্যে ফিরল অস্ট্রেলিয়া।

শনিবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচে অজিরা জিতল ৩৪ রানে। ম্যাচে অসাধারণ এক শতরান করেও দলকে জয় এনে দিতে পারলেন না রোহিত শর্মা। অস্ট্রেলিয়ার ২৮৮ রানের জবাবে নেমে ২৫৪ রানে আটকে যায় ভারত। ৩৪ রানের জয়ে ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ এগিয়ে গেল স্বাগতিকরা। আন্তর্জাতিক ক্রিকেটে এক হাজার ম্যাচ জয়ের মাইলফলকে পা রাখল অজিরা।

অবশ্য ম্যাচে যে প্রাণ থাকবে তা আঁচ করা যায়নি। ৪ ওভারে ৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপাকে পড়েছিল ভারত। এরপর রোহিত শর্মার হাত ধরে ঘুরে দাঁড়ায় সফরকারীরা। সহ-অধিনায়ক অসাধারণ খেলে জমিয়ে তুলেছিলেন লড়াই। সঙ্গে মহেন্দ্র সিং ধোনি অবশ্য মাটি কামড়ে খেলে গেছেন। নিজের প্রথম রানটি নিয়ে ভারতের হয়ে ১০ হাজার রানের মাইলফলকে পা রাখেন তিনি।



তবে এই ম্যাচে সেই চেনা ধোনিকে ঠিক খুঁজে পাওয়া গেল না। দ্রুত রান তোলার চেয়ে বরং উইকেট আঁকড়ে থাকতেই দেখা গেছে তাকে। শেষ অব্দি ৯৬ বলে ৫১ রানের ধীরগতির ইনিংস খেললেন সাবেক অধিনায়ক। সন্দেহ নেই ওয়ানডেতে তার এই টেস্ট মেজাজের ব্যাটিং নিয়ে প্রশ্ন উঠবে। তবে স্বস্তির খবর ২০১৭ সালের ডিসেম্বরের পর ওয়ানডেতে আবারো ফিফটি পেলেন মাহি।

ধোনির রান পেতে কষ্ঠ হলেও সাবলীল ছিলেন রোহিত শর্মা। তিনি ১২৯ বলে করেন ১৩৩ রান। চতুর্থ উইকেটে ধোনিকে নিয়ে করেন ১৩৭ রান। অজিদের বিপক্ষে রোহিতের এটি সপ্তম সেঞ্চুরি। আর অস্ট্রেলিয়ার মাঠে চার নম্বর শতক। অস্ট্রেলিয়ার মাঠে তাদেরই বিপক্ষে ওয়ানডেতে এতো বেশি সংখ্যক সেঞ্চুরি আর কারোর নেই।

স্যার ভিভ রিচার্ডস, শচীন টেন্ডুলকার, ব্রায়ান লারা কিংবা বিরাট কোহলিও চারটি শতকের দেখা পাননি। অস্ট্রেলিয়ায় গিয়ে অজিদের বিরুদ্ধে ৩৮ ইনিংসে তিন সেঞ্চুরি করেন স্যার ভিভ। এবার এই ক্যারিবীয়কে ছাড়িয়ে গেলেন রোহিত।



অস্ট্রেলিয়ার বিপক্ষে সব মিলিয়ে ২৯ ইনিংসে ৭টি সেঞ্চুরি। আর শচীন ৭০ ইনিংস খেলে করেছেন ৯ সেঞ্চুরি। ওয়ানডে ক্রিকেটে শনিবার ২২তম সেঞ্চুরি করে ফেললেন রোহিত। স্পর্শ করেন সৌরভ গাঙ্গুলিকে। সৌরভের ২২ সেঞ্চুরি আসে ৩০৮ ম্যাচে। রোহিত পেলেন ১৯৪ ম্যাচে।

রোহিতের এমন শতরানের পথ ধরেও জেতা হয়নি। তিনি যখন বিদায় নেন তখন ভারত ৬৮ রান দূরে। ভুবনেশ্বর কুমার ২৩ বলে ২৯ রান শুধু হারের ব্যবধান কমিয়েছেন। বল হাতে ২৬ রানে ৪ উইকেট নিয়ে জাই রিচার্ডসন ম্যাচসেরা।

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে পিটার হ্যান্ডসকম্ব (৭৩), উসমান খাজা (৫৯), শন মার্শ (৫৪) ও মার্ক স্টোয়েনসের (৪৭*) দাপটে অস্ট্রেলিয়া বড় সংগ্রহ করে। এরপর বল হাতে দাপটে হাসিমুখেই মাঠ ছাড়ে অজিরা। ১৫ জানুয়ারি সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

সংক্ষিপ্ত স্কোর-

অস্ট্রেলিয়া: ৫০ ওভারে ২৮৮/৫ (কেয়ারি ২৪, ফিঞ্চ ৬, খাওয়াজা ৫৯, মার্শ ৫৪, হ্যান্ডসকম ৭৩, স্টয়নিস ৪৭*, ম্যাক্সওয়েল ১১*; ভুবনেশ্বর ২/৬৬, খলিল ০/৫৫, শামি ০/৪৬, কুলদীপ ২/৫৪, জাদেজা ১/৪৮)

ভারত: ৫০ ওভারে ২৫৪/৯ (রোহিত ১৩৩, ধাওয়ান ০, কোহলি ৩, রায়ডু ০, ধোনি ৫১, কার্তিক ১২, জাদেজা ৮, ভুবনেশ্বর ২৯*, কুলদীপ ৩, শামি ১; বেহরেনডর্ফ ২/৩৯, রিচার্ডসন ৪/২৬, সিডল ১/৪৮, লায়ন ০/৫০, স্টয়নিস ২/৬৬)

ফল: অস্ট্রেলিয়া ৩৪ রানে জয়ী

ম্যাচসেরা: জাই রিচার্ডসন

এ সম্পর্কিত আরও খবর