মাশরাফি-গেইলদের সামনে রাজশাহী

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-30 17:29:16

আগের ম্যাচেই হোঁচট খেয়েছে রংপুর রাইডার্স। ঢাকা ডায়নামাইটসের সঙ্গে একটুর জন্য পেরে উঠেনি মাশরাফি বিন মর্তুজার দল। ২ রানে সেই হারের ধাক্কা সামলে উঠতে আজ রোববার মাঠে নামবে উত্তরবঙ্গে দলটি। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পয়েন্ট তালিকার দুই নম্বরে থাকা রংপুর মুখোমুখি হবে রাজশাহী কিংস।

মেহেদী হাসান মিরাজের সঙ্গে মাশরাফির লড়াই। রাজশাহী অবশ্য ছন্দে নেই। এবারের বিপিএলে ৩ ম্যাচ খেলে জিতেছে মাত্র একটিতে। লড়াইয়ে টিকে থাকতে হলে জয় চাই তাদের। তবে ক্রিস গেইলের রংপুরের সঙ্গে লড়াইটা সহজ হবে না।

দিনের আরেক ম্যাচে চিটাগং ভাইকিংস লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানস। মুশফিকুর রহিমের চিটাগং শনিবার পেয়েছে দুর্দান্ত জয়। বিপিএল ইতিহাসে প্রথম সুপার ওভারের ম্যাচে হারিয়েছে খুলনা টাইটানসকে। সেই জয়ের রেশ ধরে রেখেই লড়বে স্টিভেন স্মিথকে হারানো কুমিল্লা। অস্ট্রেলিয়ান ওই ক্রিকেটারের নেতৃত্বেই টুর্নামেন্ট শুরু করেছিল তারা। পরে কনুইয়ের চোট নিয়ে তিনি ফিরে যান দেশে। মঙ্গলবার অস্ত্রোপচার স্মিথের।

বিপিএল পয়েন্ট তালিকার শীর্ষে আছে ঢাকা ডায়নামাইটস। ৪ ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট সাকিব আল হাসানের দলের। ৪ ম্যাচে দুই জয়ের এরপরই রংপুর। তাদের মতোই সমান ৪ পয়েন্ট চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানসের। ৩ ম্যাচে ২ পয়েন্ট সিলেট ও রাজশাহীর। ৪ ম্যাচ খেলে এখনো জয়ের মুখ দেখেনি মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা টাইটানসের। 

রোববাের ম্যাচ দুটো সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস
(শুরু দুপুর ১.৩০ মিনিটে)
সরাসরি দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
(শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে)
সরাসরি দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর