অজুহাত নেই মাশরাফির

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 14:01:16

টানা দুটি ম্যাচেই একই গল্প! জিততে থাকা ম্যাচে শেষ দিকে এসে সর্বনাশ। ঢাকার ডায়নামাইটসের বিপক্ষে জয়ের পথেই ছিল রংপুর। কিন্তু ফিনিশিং হল না। ২ রানের আক্ষেপে মাঠ ছাড়েন মাশরাফি বিন মর্তুজারা। রোববার রাজশাহী কিংসের বিপক্ষেও চ্যাম্পিয়নরা হেরে যাবে ভাবেন নি বিশ্লেষকরা। কিন্তু এখানেও জয়ের পথে থাকা দলটি পথ হারাল। রাজশাহীর ১৩৫ রান টপকে জেতা হল না!

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) টানা ম্যাচ হেরে হতাশ মাশরাফি বিন মর্তুজা। এই হারের পেছনে কোন অজুহাত দাঁড় করাতে নারাজ রংপুরের অধিনায়ক। মিরপুরের শেরেবাংলায় রাজশাহীর কাছে হেরে বলছিলেন, ‘২২ বলে ২৯ রান চাই, ৭ উইকেট হাতে এমন ম্যাচ আমরা হেরেছি। আজও একই অবস্থা। ৬ ওভারের পর খেলা তো রানে বল সমান। এখানে তো এমন কোনো প্রেসার ছিল না যে ম্যাচ জিততে পারব না। যেভাবে আমরা ম্যাচ হেরেছি সেটা কোনোভাবেই অন্য কিছু দিয়ে অজুহাত হতে পারে না।’

তাহলে এখন কী করা উচিত রংপুরের। ফিরতে পারবে কি বর্তমান চ্যাম্পিয়নরা? মাশরাফি বরাবরই আশাবাদী মানুষ। রোববার জানাচ্ছিলেন, ‘দেখুন, শেষ বছর আমরা ৬ ম্যাচে তিনটিতে জিতেছি। শেষ বছরও আমাদের এভাবেই খেলতে হয়েছে পুরো টুর্নামেন্টে। এখন আমাদের মানসিকভাবে খুব শক্তিশালী হতে হবে। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শক্তি থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকতে হবে। শর্টকাট কোনো উপায় নেই। শতভাগ ক্রিকেট খেলতে হবে আমাদেরকে।’

মাশরাফি মনে করেন লড়াইয়ে ফিরতে সামনের ম্যাচে রংপুরের ক্রিকেটারদের আরো বেশি পরিশ্রম করতে হবে। সুযোগ কাজে লাগাতে হবে। যেটা গত দুই ম্যাচে করতে পারেনি উত্তরবঙ্গের দলটি।

অবশ্য রোববার রাজশাহীর বিপক্ষে ব্যাটিংয়ে শুরুতেই পরীক্ষায় গিয়েছিলেন। নিজে ওপেনিংয়ে নামেন। যদিও সাফল্য ধরা দেয়নি। এনিয়ে মাশরাফি জানালেন, ‘আমরা আজ কোনো ওপেনিং নেইনি। ফরহাদ রেজা না হয় আমাকে যেতে হতো। যেহেতু ওদের লেফট হ্যান্ড ব্যাটসম্যান ছিল তাই আমরা নাহিদকে পিক করেছি অফস্পিনার হিসেবে। একজনের যেতে হতো। তাই আমি গিয়েছি।’

সামনেই রংপুরে যোগ দেওয়ার কথা এবিডি ভিলিয়ার্সের। দক্ষিণ আফ্রিকার ওই ব্যাটসম্যান চলে আসলে কম্বিনেশন একই থাকবে বলে মনে করেন মাশরাফি। জানান, ‘ডি ভিলিয়ার্স আসলেও আমার মনে হয় একই কম্বিনেশন হবে। শেষ বছরেও দেখেন আমরা ছয়টা ব্যাটসম্যান নিয়ে খেলেছি। আমাদের টপ অর্ডারে গেইল, রুশো ফর্মে আছে। এদের কেউ ক্লিক করলে ম্যাচ অন্যরকম হবে। রবি বোপারা মিডলে আছে। অন্য দলে সাত-আট ব্যাটসম্যান নিয়েও খেলতে পারছে। যেটা আমরা পারছি না।’

একইসঙ্গে প্রতিপক্ষের অধিনায়ক মেহেদী হাসান মিরাজের প্রশংসাও করলেন মাশরাফি। জাতীয় দলের সতীর্থদের বন্দনায় বলেন, ‘ও এখান থেকে যতটুকু শিখবে আন্তর্জাতিক ম্যাচে ওর জন্য কাজে দিবে। শুধু ইন্টারন্যাশনাল ম্যাচে অধিনায়কত্বের জন্য না, এখান থেকে যেন লিডারশিপটা যেন নিতে পারে। এটা যত তাড়াতাড়ি নিতে পারে ততো ভালো। ওর জন্য অবশ্যই এটা অনেক ভালো যে এসব ম্যাচে অধিনায়কত্ব করছে।’

এ সম্পর্কিত আরও খবর