আঙুলের চোটে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন মুশফিক

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-19 18:28:44

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে আঙুলে চোট পেয়েছিলেন মুশফিকুর রহিম। সেই চোট কাল হয়ে দাঁড়াল তার জন্য। আঙুলের এই চোটের কারণে শ্রীলঙ্কার বিপক্ষে ২২ মার্চ শুরু হতে যাওয়া দুই টেস্টের সিরিজ থেকে ছিটকে গেছেন জাতীয় দলের এই উইকেটরক্ষক-ব্যাটার।

মুশফিকের নিকটবর্তী সূত্র থেকে জানা গেছে, পরীক্ষা-নিরীক্ষার পর তার আঙুলে চিড় ধরা পড়েছে। যার ফলে প্রায় ৩ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে।

শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজে দারুণ পারফর্ম করেছেন মুশফিকুর রহিম। সিরিজে তিন ম্যাচ খেলে ১৩৫ রান এসেছে তার ব্যাটে। প্রথম ওয়ানডেতে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সঙ্গে ১৬৫ রানের হার না মানা জুটি গড়েছিলেন, তার ব্যাটে এসেছিল ৭৩ রান। শেষ ওয়ানডেতে প্রথমে মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৪৮ ও পরে রিশাদ হোসেনের সঙ্গে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটিতে দলকে সিরিজ জিতিয়ে তবেই মাঠ ছাড়েন মুশফিক।

তবে দুরন্ত ফর্মে থাকা মুশফিককে টেস্ট সিরিজে পাচ্ছে না বাংলাদেশ। চোটের কারণে এখন পুনর্বাসন প্রক্রিয়া শুরু করতে হবে তার।

উল্লেখ্য, আগামী ২২ মার্চ সিলেটে মাঠ গড়াবে বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম টেস্ট। ৩০ মার্চ চট্টগ্রামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

এ সম্পর্কিত আরও খবর