দুই পেসারের অভিষেকের ইঙ্গিত হাথুরুসিংহের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-21 19:00:38

জাতীয় দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা। অন্যদিকে আগে ডাক পেলেও এখনো টেস্ট ক্যাপ মাথায় পরা হয়নি মুশফিক হাসানের। তবে শ্রীলঙ্কার বিপক্ষে আসন্ন সিলেট টেস্টে তাদের দুজনেরই অভিষেক হয়ে যেতে পারে। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তেমন ইঙ্গিত মিলেছে হেড কোচ হাথুরুসিংহের কথায়।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম টেস্টের দলে পেসার আছে চারজন। এর মধ্যে টানা খেলার মধ্যে থাকা শরিফুল ইসলামকে ওয়ানডে সিরিজের পর ছুটি দেয় টিম ম্যানেজমেন্ট। ছুটি কাটিয়ে আজ (ম্যাচের আগের দিন) সিলেটে দলের সঙ্গে যোগ দেয়ার কথা তার। স্বাভাবিকভাবেই প্রথম টেস্টের আগে কোনো অনুশীলন সেশনে অংশ নেয়া হয়নি।

সিলেটে শ্রীলঙ্কার বিপক্ষে শরিফুলকে দেখা না যাওয়ার সম্ভাবনাই বেশি। দলে অন্য অভিজ্ঞ পেসার হিসেবে রয়েছে খালেদ আহমেদ। এক্ষেত্রে একাদশে কয়জন পেসার থাকতে সে বিষয়টি জিজ্ঞেস করা হলেও খোলাসা করেননি হাথুরু, ‘৩ জন বা ২ জন খেলতে পারে।’

এক্ষেত্রে দুই অনভিষিক্ত পেসার নাহিদ রানা এবং মুশফিক হাসানের মধ্যে একজন বা দুজনকেই দলে রাখার ইঙ্গিত দিয়েছেন হাথুরুসিংহে, ‘দুইজনের (নাহিদ ও মুশফিক) একজনের এই ম্যাচে খেলার সম্ভাবনা দেখছি, হতে পারে দুজনই খেলবে।’

আগামীকাল (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা।

এ সম্পর্কিত আরও খবর