বিপিএল উৎসব এবার সিলেটে

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 19:03:25

ঢাকায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্রথম ধাপ শেষে এবার উন্মাদনা সিলেটে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে ক্রিকেট উৎসব সিলেট ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে। রাজধানীতে এখন অব্দি চার-ছক্কায় তেমন জমছে না ব্যাট-বলের লড়াই! তবে সিলেট বরাবরই ক্রিকেটপ্রেমী এক শহর। সঙ্গে তাদের নিজের দলটাও তো আছে। আঁচ করা যাচ্ছে সিলেটে মঙ্গলবার থেকেই ষষ্ঠ আসর সত্যিকার অর্থে জমে উঠবে!

নিজেদের মাঠে সিলেট সিক্সার্স এবারো দর্শকদের বাড়তি সমর্থন পাবে। গত বিপিএলে হোম গ্রাউন্ডে চার ম্যাচ খেলে চারটিতেই জয় নিয়ে মাঠ ছেড়েছিল দলটি। বিস্ময়কর হলেও সত্য সেই দলটির অধিনায়ক নাসির হোসেন এখন সাইডলাইনেও জায়গা পাচ্ছেন না! তাকে ঢাকায় রেখেই সিলেটে পা রেখেছে সিক্সার্স। ইনজুরি কাটিয়ে উঠে এখনো ফর্ম পান নি বলে দলে জায়গা পেয়েও তা ধরে রাখতে পারেন নি নাসির। দুটি ম্যাচে সুযোগ পেয়ে করেছেন মাত্র ৪ রান।

সিক্সার্সের নেতৃত্বে এবার আছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটে এক বছরের জন্য নির্বাসিত এই তারকা ব্যাটসম্যান বেশ মানিয়ে নিয়েছেন দলটির সঙ্গে। তবে তিন ম্যাচের দুটিতেই হেরে সিলেটের অর্জন মাত্র ২ পয়েন্ট। সাত দলের মধ্যে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে আছে দলটি।

ষষ্ঠ আসরে এখন অব্দি অজেয় ঢাকা ডায়নামাইটস। চার ম্যাচে ৮ পয়েন্ট। শীর্ষে সাকিব আল হাসানের দল।এরপরই আছে চিটাগং ভাইকিংস। ঢাকায় নিজেদের শেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে হারিয়ে দলটি উঠে এসেছে দুই নম্বরে। ৪ ম্যাচে ৩ জয় আর ১ হারে অর্জন ৬ পয়েন্ট। পিছিয়ে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। যারা ৪ পয়েন্ট নিয়ে আছে এরপরই।

সমান পয়েন্ট নিয়ে এরপরই কুমিল্লা। নেট রান রেটে পিছিয়ে পাঁচ নম্বরে রাজশাহী কিংস। আর তলানীতে আছে চার ম্যাচের চারটিতেই হারা খুলনা টাইটানস।

বিপিএলের ঢাকা পর্বে সবচেয়ে বেশি রান এসেছে রংপুর রাইডার্সের রাইলি রুশোর ব্যাটে। দুই হাফসেঞ্চুরিতে তুলেছেন ২৩০ রান। ১৬৫ রান নিয়ে খুলনা টাইটানসের নিকলস পুরান দুইয়ে। তিনে থাকা ঢাকা ডায়নামাইটসের হযরতউল্লাহ জাজাই করেছেন ১৪০। তারচেয়ে এক রান কম নিয়ে চারে চট্টগ্রামের মুশফিকুর রহিম।

ষষ্ঠ বিপিএলে ঢাকায় প্রথম ধাপ শেষে সবচেয়ে সফল বোলার মাশরাফি বিন মর্তুজা। রংপুর রাইডার্সের অধিনায়ক শিকার করেছেন ৫ ম্যাচে ১০ উইকেট। চট্টগ্রামের রবি ফ্রাইলিঙ্ক ৪ ম্যাচে নিয়েছেন ৯ উইকেট। সমান সংখ্যক উইকেট রংপুরের শফিউল ইসলামের।

মঙ্গলবারই শুরু সিলেটে বিপিএল উৎসব। প্রথম দিনই দুটো ম্যাচ। দুপুর দেড়টায় মুখোমুখি রাজশাহী কিংস ও খুলনা টাইটানস। পরের ম্যাচে সন্ধ্যা সাতটায়, লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট সিক্সার্স।

এ সম্পর্কিত আরও খবর