চেন্নাইয়ের একাদশে মুস্তাফিজ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-22 20:31:07

মুস্তাফিজুর রহমানের একাদশে থাকা না থাকা নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল। টসের সময়ই সে সব জল্পনার অবসান ঘটল। একাদশে চার বিদেশির মধ্যে যে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানও রয়েছেন সেটা জানিয়ে দিলেন চেন্নাই সুপার কিংসের নতুন অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়।

ঘরের মাঠে মৌসুমেড় প্রথম টস হেরেছে চেন্নাই। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বেঙ্গালুরু। তাই শুরুতেই বোলিং করতে হবে মুস্তাফিজুর রহমানদের।

সাম্প্রতিক সময়ে বল হাতে খুব একটা ছন্দে নেই। শ্রীলঙ্কার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে প্রথম দুই ম্যাচে একাদশেও জায়গা হয়নি তার। তৃতীয় ম্যাচে সুযোগ পেয়ে অবশ্য দুটি উইকেট তুলে নিয়েছিলেন। ফর্মের কারণে আইপিএলে চেন্নাইয়ের একাদশে তার সুযোগ পাওয়া নিয়েও প্রশ্ন ছিল।

তবে চেন্নাই কর্তৃপক্ষ বরাবরই মুস্তাফিজকে দলের বোলিং তূণের অন্যতম অস্ত্র হিসেবে বর্ণনা করেছে। সে আস্থার প্রমাণ হিসেবেই আসরের উদ্বোধনী ম্যাচেই তাকে নিয়ে দল সাজিয়েছে চেন্নাই।

চেন্নাই একাদশ

রুতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, আজিঙ্কা রাহানে, ড্যারিল মিচেল, রবীন্দ্র জাদেজা, সামির রিজভী, মহেন্দ্র সিং ধোনি (উইকেটকিপার), দীপক চাহার, মহীশ তিকশানা, মুস্তাফিজুর রহমান, তুষার দেশপাণ্ডে

এ সম্পর্কিত আরও খবর