চাপ বাড়িয়ে মধ্যাহ্ন বিরতির আগে ফিরলেন লিটনও 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-03-23 12:17:35

প্রথম দিনের শেষের ১০ ওভারে ব্যাট করতে নেমেই টপ-অর্ডারের তিন ব্যাটারকে হারায় বাংলাদেশ। ব্যাটিং বিপর্যয়ের সেই ধারা বজায় থাকে সিলেট টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেও। প্রথম সেশনের ঘণ্টা পেরোনোর আগেই ফেরেন ওপেনার মাহমুদুল হাসান জয় ও শাহাদত হোসেন দিপু। একদিকে যখন অর্ডার বদলে ওপরে নামা তাইজুল ইসলাম লড়ছেন, অন্যদিকে পিচে ছিলেন দলের টপ-মিডল অর্ডারের শেষ ব্যাটার লিটন দাস। তবে মধ্যাহ্ন বিরতির আগে ফিরলেন তিনিও। 

এতে সিলেট টেস্টের দ্বিতীয় দিনেও প্রথম সেশনে আরও তিন উইকেট হারাল স্বাগতিকরা। মধ্যাহ্ন বিরতিতে যাওয়ার আগে ৩৬ ওভারে ৬ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৩৬ রান। লঙ্কানদের থেকে এখনো ১৪৮ রান পিছিয়ে আছে নাজমুল হোসেন শান্তর দল। 

আগের দিনে ৩২ রানে ৩ উইকেটের স্কোরবোর্ড নিয়ে দিন শুরু করে স্বাগতিকরা। উইকেট আগলে এগোতে থাকা ওপেনার জয় ফিরলেন দিনের শুরুতেই, লাহিরু কুমারার বলে। সেশনের বাকি দুই উইকেটও নিয়েছেন এই ডানহাতি লঙ্কান পেসার। এতে শান্তদের ৬ উইকেটের ৬টিই দেল পেসারদের দখলেই।  

জয় ফেরার পর দিপুর ব্যাটে চড়ে এগোনোর আশা দেখছিল স্বাগতিকরা। তবে দলীয় ৮৩ রানের মাথায় লাহিরুর দ্বিতীয় শিকার হয়ে ফেরেন এই তরুণ ডানহাতি ব্যাটার। পরে মধ্যাহ্ন বিরতির ঠিক আগে ফেরেন লিটনও। ২২ গজে নতুন নামা মেহেদী হাসান মিরাজের সঙ্গে ব্যাট করছেন তাইজুল। বোলিংয়ে নিষ্প্রভ হলেও ব্যাটিংয়ে দেখাচ্ছনে দৃঢ়তা। অপরাজিত আছেন ৪১ রানে। 

 

এ সম্পর্কিত আরও খবর