স্যাম কারেনের ঝোড়ো ব্যাটিংয়ে পাঞ্জাবের জয়

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা ২৪ | 2024-03-23 20:10:16

দিল্লি ক্যাপিটালসের রান একেবারে কম ছিল না। তবে পাঞ্জাব কিংসের স্যাম কারেন বাধা হয়ে দাঁড়ালেন তাদের সামনে। চলতি আইপিএলের প্রথম ফিফটি করে পাঞ্জাবকে এনে দিলেন ৪ উইকেটের জয়।

চণ্ডীগড়ে টসে হেরে আগে ব্যাট করতে হয় দিল্লি ক্যাপিটালসকে। শুরুর দিকের ব্যাটাররা স্ট্রাইক রেট ঠিক রেখে খেললেও ক্রিজে থিতু হতে পারেননই কেউ। তিনে নেমে ক্যারিবিয়ান ব্যাটার শাই হোপ করেন দলীয় সর্বোচ্চ ৩৩ রান।

মিডল অর্ডার ব্যাটিংয়ে দুর্গতি বাড়ে আরও। দলীয় রান ১৪৭-এ পৌঁছাতেই আট ব্যাটার ঠাঁই হয় সাজঘরে। তবে শেষদিকে ইমপ্যাক্ট সাব হিসেবে ব্যাট করতে নেমে অভিষেক পোরেল ১০ বলে ৪ চার এবং ২ ছয়ে ৩২* রান করলে লড়াকু পুঁজি পায় দিল্লি। ২০ ওভারে তাদের রান দাঁড়ায় ৯ উইকেটে ১৭৪।

পাঞ্জাবেরে পক্ষে সর্বোচ্চ দুটি করে উইকেট পান আর্শদিপ সিং এবং হার্শাল প্যাটেল।

বল হাতে দিনটা ভালো যায়নি কারেনের। ১ ওভারে ১০ রান দেয়ার পর আর বোলিংয়ে আসেননি। তবে বোলিংয়ের অভাবটা ব্যাটিংয়ে পুষিয়ে দিয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার। ৪৭ বলে ৬ চার এবং ১ ছক্কায় ৬৩ রান করে দলের জয়ের ভিত রচনা করে দেন। ২১ বলে ৩৮ রানের ঝোড়ো ইনিংস খেলে জয়ের মিশনকে পূর্ণতা দেন তার স্বদেশী লিয়াম লিভিংস্টোন।

দিনের অন্য ম্যাচে এখন কলকাতার ইডেন গার্ডেন্সে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স এবং সানরাইজার্স হায়দরাবাদ।

এ সম্পর্কিত আরও খবর