ছয় শূন্যের ম্যাচে কুমিল্লার বড় জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট থেকে | 2023-08-27 21:21:30

সিলেট সিক্সার্সের ব্যাটিং ইনিংস দেখে মনে হচ্ছিলো-আহা ব্যাটিং করা কি নাই কষ্ট! সিলেটের সেই কষ্টের ব্যাটিং শেষ হলো মাত্র ৬৮ রানে। অতি সামান্য সেই রান তুলতে কুমিল্লা ভিক্টেরিয়ান্সও একটু বেশি সময় নিলেও হারালো মাত্র ২ উইকেট। ম্যাচ জিতলো ৮ উইকেটের বিশাল ব্যবধানে। আর কুমিল্লার ব্যাটিংয়ের সময় মনে হলো-ব্যাটিং আসলে কষ্টের নয়, আনন্দের অন্য নাম!

এই ম্যাচে সেই আনন্দ সবচেয়ে বেশি উপভোগ করলেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের শামসুর রহমান। চলতি বিপিএলে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই শেষ পর্যন্ত অপরাজিত রইলেন ৩৪ রানে। কুমিল্লার নতুন অধিনায়ক ইমরুল কায়েসও ব্যাট হাতে এই ম্যাচে বলার মতো রান পেলেন। করলেন হার না মানা ৩০।

এই ম্যাচের ফল কি হতে যাচ্ছে সেটা মুলত পরিস্কার হয়ে যায় সিলেটের ইনিংস শেষ হতেই। ৬৮ রানেই শেষ সিলেট সিক্সার্সের ইনিংস। তাও আবার নিজ ভেন্যুতে। মাঠের দর্শক দারুণ হতাশ দলের প্রথম ম্যাচের পারফরমেন্সে।

ম্যাচের দ্বিতীয় ওভারেই তিন উইকেট হারিয়ে ফেলে সিলেট। সেই ধাক্কা আর বাকি সময়ে সামাল দিতেই পারেনি তারা। অলক কাপালি একপ্রান্ত আঁকড়ে ছিলেন বলেই ইনিংসের আয়ু পেল ১৫ ওভার পর্যন্ত। উইকেটে বল পড়ে কিছুটা ধীর গতিতে আসছিলো সেটা ঠিক। তবে এই উইকেট থেকে পেস বোলাররাও দারুণ সহায়তা পান। তাই বলে এই উইকেটে ব্যাটিং করাই যায় না-এমন কিছু নয়। সিলেটের ৬৮ রানে গুটিয়ে যাওয়ায় উইকেটের কোন কৃতিত্ব নেই। যা কিছু দোষের তার পুরোটাই দলের ব্যাটসম্যানদের। আর হ্যাঁ কৃতিত্ব যদি কাউকে দিতে হয় তবে সেটা অবশ্যই কুমিল্লার বোলারদের। বিশেষ করে স্পিনার মেহেদি হাসানকে। এই উইকেট থেকে কিভাবে সুবিধা আদায় করে নিতে হয়-সেটা দক্ষতার সঙ্গে করে দেখালেন এই তরুণ। ৪ ওভারে ২২ রান খরচায় ৪ উইকেট শিকার করেন মেহেদি। এর মধ্যে নিজের প্রথম ওভারেই তুলে নেন ৩ উইকেট।

সেই যে শুরুতে গড়িয়ে পড়ে সিলেট; ব্যাটিংয়ে আর মুখ তুলে দাড়াতে পারেনি।

জয়ের জন্য ৬৯ রানের সামান্য টার্গেটের পিছু নামা কুমিল্লার শুরুটাও ভালো কিছু হয়নি। ০ রানে রান আউট হন ওপেনার আনামুল হক বিজয়। তামিম ইকবালও খানিকবাদে ০ রানে আউট। তবে এই ধাক্কা ঠিকই সামলে দিলো ইমরুল কায়েস ও শামসুর রহমানের নিরাপদ ব্যাটিং।

লো-স্কোরের এই ম্যাচে দু’দলের সবমিলিয়ে ছয়জন ব্যাটসম্যান আউট হয়েছেন শূন্য রানে। সিলেট সিক্সার্সের চারজন। আর কুমিল্লার দুই ওপেনার। তবে সার্বিক বিচারে সিলেটের ব্যাটিংয়ের জন্য একটা শব্দই যুতসই-ছন্নছাড়া! দলের ৯ ব্যাটসম্যান সিঙ্গেল ডিজিটে আউট!

সংক্ষিপ্ত স্কোর: সিলেট সিক্সার্স: ৬৮/১০ (১৪.৫ ওভারে, অলক ৩৩*, মেহেদি ৪/২২, ওয়াহাব ৩/১৫, ডাওসান ২/৪)। কুমিল্লা ভিক্টোরিয়ান্স: ৬৯/২ (১১.১ ওভারে, শামসুর ৩৪*, ইমরুল ৩০*, সোহেল তানভীর ১/১০)। ফল: কুমিল্লা ভিক্টোরিয়ান্স ৮ উইকেটে জয়ী। ম্যাচ সেরা: মেহেদি হাসান।

এ সম্পর্কিত আরও খবর