লিটন এলেন, চার মারলেন, গেলেন 

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-04-01 13:49:15

 

এলেন। প্রথম বল ডট। দ্বিতীয় বলে মারলেন চার। তৃতীয় বলেই সাজঘরে। গল্পটা শুরুর আগে একটু পেছনে ঘুরে আসা যাক। লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে রানের খাতা না খুলেই ফেরেন সাজঘরে। এতে জায়গা হারান তৃতীয় ওয়ানডের দল থেকে। নতুন বলে ধারাবাহিক ব্যর্থতার সূত্র ধরেই এমন সিদ্ধান নিয়েছিল বিসিবির নির্বাচকেরা। তবে ওয়ানডের পর টেস্ট সিরিজে আরও একবার লিটন দাসে আস্থা রাখেন স্বাগতিকরা। তবে সেখানে লিটন ব্যর্থ, আবার, আরও একবার।

সিলেট টেস্টের প্রথম ইনিংসে ২৫ রানের দ্বিতীয় ইনিংসে করেন শূন্য। এতে তার একাদশে থাকা নিয়ে ফের শুরু হয় সমালোচনা। তবে টাইগার সহকারী কোচ নিক পোথাস সিরিজে আস্থা রাখতে চান লিটনের ওপরেই। এতে আগেই বোঝা গিয়েছিল চট্টগ্রাম টেস্টের একাদশেও দেখা মিলবে লিটনের। শেষ পর্যন্ত হয়েছেও তাই। এবং ম্যানেজমেন্টকে সেখানে আরও একবার হতাশ করলো এই ডানহাতি ব্যাটার। 

তৃতীয় দিনের শুরুটা ভালো হলেও মাঝে ৯ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। সেই চাপ সামলাতে মুমিনুলকে নিয়ে এগোন সাকিব আল হাসান। তবে বেশিক্ষণ টিকলেন না প্রায় বছর খানেক পর লাল বলের ক্রিকেটে ফেরা এই অলরাউন্ডার। ইনিংসের ৪৫তম ওভারে আসিথা ফের্নান্দোর বলে ফেরেন সাকিব (১৫)। একই ওভারের পঞ্চম বলে ফেরেন লিটনও।

শেষ খবর পাওয়া পর্যন্ত ৫৩ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ১৪৮ রান। 

এ সম্পর্কিত আরও খবর