সিলেটে সাকিব ও রাসেল শো, ঢাকার বড় জয়

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, সিলেট থেকে | 2023-08-24 05:49:37

ব্যাট হাতে বিপিএল খুব ভালো যাচ্ছিলো না। সেই দুঃখ ঘোচালেন সাকিব সিলেটে এসে। তাও আবার সিলেটের বিপক্ষেই। শুধু ফর্মেই ফিরলেন না। খেললেন ৬ উইকেটে জেতা ম্যাচে ৬১ রানের ইনিংস। সিলেটের মাঠ এই ম্যাচে যা দেখলো তার নাম আর কিছু নয়; ‘সাকিব শো’! সেই শো’তে শেষের দিকে অ্যান্দ্রে রাসেল খানিকটা ‘ছক্কা উৎসবও’ করলেন! ২১ বলে হার না মানা ৪১ রানের ইনিংসে তার চার ছক্কার দুটোতে বলই যে হারিয়ে গেল!

ম্যাচে ব্যাট হাতে সাকিব ৪১ বলে অপরাজিত ৬১ রান। তার আগে বোলিংয়ে ৪ ওভারে ৩৪ রানে ২ উইকেট। পুরোদুস্তর অলরাউন্ড নৈপূন্য। সেই কৃতিত্বেই সিলেটের মাঠে ফিরতি মোকাবেলায়ও সিলেট সিক্সার্সকে হারালো ঢাকা ডায়নামাইটস। টুর্নামেন্টের প্রথম পর্বেও ঢাকা হারিয়েছিলো সিলেটকে। একটু জানিয়ে রাখি ১২ জানুয়ারি মিরপুরে সেই ম্যাচেও ব্যাটে-বলে সাকিব চমৎকার পারফরমেন্স দেখিয়েছিলেন; ব্যাটে ২৩, বোলিংয়ে ৩৪ রানে ২ উইকেট!

প্রতিপক্ষ যখন সিলেট সিক্সার্স, সাকিব তখন এক পারফর্মারের নাম!

টসে জিতে ব্যাটিং বেছে নেয়া সিলেট সিক্সার্সের শুরুটা মন্দ হয়নি। ওপেনিং জুটিতে এলো ৩৮ রান। তবে সেই একই রানে দুই ওপেনার প্রথমে লিটন দাস এবং পরের ওভারে সাব্বির রহমান ডাগআউটে ফিরলেন। সিলেটের ওপেনিং জুটিও ভাঙ্গলেন আর কেউ নয়; সাকিব!

দুই ওপেনারের বিদায়ের পর সিলেটের ইনিংস একাই টেনে নিয়ে যান অধিনায়ক ডেভিড ওয়ার্নার। এই উইকেটে কিভাবে ব্যাট করতে হয়? কিভাবে এক রানকে দৌড়ে দুই রানে পরিণত করতে হয়? স্ট্রাইক কিভাবে ক্রমশ উপরের দিকে নিয়ে যেতে হয়? চ্যালেঞ্জিং স্কোর কিভাবে গড়তে হয়? এমনতর অনেক প্রশ্নের উত্তর দিয়ে গেলো ওয়ার্নারের ১ ছক্কা ও ৮ বাউন্ডডারিতে আসা ৪৩ বলে ৬৩ রানের ইনিংস।

ওয়ানডাউনে ১৯ রান করা আফিফ এবং সাত নম্বরে ব্যাট করতে নামা জাকের আলী ২৫ রান করে ওয়ার্নারকে কিছুটা সমর্থন দেন। তবে স্কোরবোর্ডে ১৫৮ রান ঢাকাকে চ্যালেঞ্জ জানানোর জন্য যথেস্ট কোন সংগ্রহ যে হলো না!

রান তাড়ার শুরুটা যদিও ঢাকার ভাল হয়নি। পাওয়ার প্লে’র মধ্যেই মাত্র ৩৭ রানে ৩ উইকেট হারায় তারা। তবে সিলেট গ্যালারির সেই উল্লাস থেমে যায় সাকিবের ব্যাটে। ৩০ বলে টুর্নামেন্টে নিজের প্রথম ফিফটি রান করার পর মাঠেই সেজদা করেন সাকিব।

টুর্নামেন্টের এই ম্যাচেই সবচেয়ে বেশি দর্শক হলো সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে। কিন্তু সাকিব ও রাসেলের ব্যাটিং উৎসবের সময় শুধু একটা শব্দই শোনা গেলো-ব্যাটের! এবং সেই শব্দ থামতেই দেখা গেল বল গ্যালারিতে!

আর হ্যাঁ, জমাট দর্শকে পুরো গ্যালারির নিস্তব্ধতা জানিয়ে দিলেন এই ম্যাচে সিলেট হেরেছে!

সংক্ষিপ্ত স্কোর: সিলেট সির্ক্সাস: ১৫৮/৮ (২০ ওভারে, লিটন দাস ২৭, সাব্বির ১১, আফিফ ১৯, ওয়ার্নার ৬৩, জাকের ২৫, বির্চ ৩/৪২, সাকিব ২/৩৪, নারিন ১/৩২, রুবেল ১/২৪)। ঢাকা ডায়নামাইটস: ১৬৩/৪ (১৭ ওভারে, নারিন ২০, রনি তালুকদার ১৩, সাকিব ৬১*, রাসুলি ১৯, রাসেল ৪০*, ইরফান ২/৩৮, তাসকিন ১/৩২)। ফল: ঢাকা ডায়নামাইটস ৬ উইকেটে জয়ী। ম্যাচসেরা: সাকিব আল হাসান।

এ সম্পর্কিত আরও খবর