জয়ে শুরু আবাহনী-বসুন্ধরার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 23:38:27

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগে জয় দিয়েই শুরু করেছে আবাহনী লিমিটেড। শুক্রবার উদ্বোধনী ম্যাচেই তারা হারিয়েছেন নোফেল স্পোর্টং ক্লাবকে। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুক্রবার নবাগত দলটিকে ২-১ গোলে হারিয়েছে আবাহনী। দিনের আরেক ম্যাচে তিনবারের চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবকে হারিয়েছে বসুন্ধরা কিংস। লিগের নবাগত বসুন্ধরা কিংস ১-০ গোলে হারায় ফেভারিটদের। জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মার্কোস দি সিলভা।

আবাহনী দুর্দান্ত খেলেই শুভ সূচনা করেছে। খেলার সপ্তম মিনিটে এগিয়ে যেতে পারতো ধানমন্ডির ক্লাবটি। এলিটা বেঞ্জামিন জুনিয়র গোললাইন থেকে হাত দিয়ে বল ফেরালে পেনাল্টি চায় আবাহনী। যদিও রেফারির সেই আবেদনে সাড়া দেননি।

খেলার অষ্টম মিনিটে সোহেল রানার পাস থেকে বল পেয়ে ব্যবধান গড়ে দেন রুবেল মিয়া। তবে প্রথমার্ধের ইনজুরি সময়ে সমতা ফেরায় নোফেল স্পোর্টিং। কামরুল হাসানের গোলে দুশ্চিন্তায় পড়ে আবাহনীর সমর্থকরা।

এরমধ্যে ৮৭তম মিনিটে এসে জয়সূচক গোলের দেখা পায় আবাহনী। রুবেলের ভাসানো ক্রসে বদলি ফরোয়ার্ড শীতলের হেড (২-১)। আনন্দে ভাসে ফেভারিটরা। এই ব্যবধানটা ধরে রেখেই মাঠ ছাড়ে তারা।

শুক্রবার লিগের আরেক ম্যাচে চমক দেখালো বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ জিতে প্রিমিয়ারে ওঠা বসুন্ধরা কিংস। প্রথমবারই শক্তিশালী দল নিয়ে খেলতে এসেছে দলটি। মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপের ফাইনালে আবাহনীর কাছে হারলেও স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয় তারা। দলে আছেন কোস্টারিকার হয়ে বিশ্বকাপ খেলা মিডফিল্ডার ড্যানিয়েল কলিন্দ্রেস।

বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগের প্রথম ম্যাচেই ফের যোগ্যতার পরিধিটা দেখিয়ে দিয়েছে তারা। তবে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের বিপক্ষে জয়সূচক গোলটি পেতে ৬৭তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে তাদের। কলিনদ্রেসের কাট ব্যাক থেকে বল পেয়ে নিশানা খুঁজে নেন মার্কোস দি সিলভা।

এ সম্পর্কিত আরও খবর