টিভিতে দেখুন বিপিএলে ভিলিয়ার্সের অভিষেক ম্যাচ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-07 00:34:44

ছন্দ হারিয়ে এখন বিপাকে রংপুর রাইডার্স। চ্যাম্পিয়নরা ব্যর্থতার বৃত্ত থেকে বেরিয়ে আসতে পারছে না। জয়ের সম্ভাবনা জাগিয়েও ফিনিশিং ভাল হচ্ছে না মাশরাফি বিন মর্তুজার দলের। দেয়ালে পিঠ ঠেকে গেছে চ্যাম্পিয়নদের। টুর্নামেন্টে টিকে থাকতে হলে পরের ম্যাচগুলোতে জয় চাই তাদের।

যখন সামনে এতো কঠিন সমীকরণ তখন রংপুর পাচ্ছে বিশ্বসেরা ব্যাটসম্যানদের একজনকে। এবিডি ভিলিয়ার্সের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) অভিষেক হচ্ছে আজ শনিবার। দুপুরে সিলেট সিক্সার্সের সঙ্গে লড়বে রংপুর।

প্রত্যাশার চাপ নিয়ে নামতে হবে-যদিও এনিয়ে ভাবছেন না ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার এই তারকা ক্রিকেটার বলছিলেন, ‘সত্যি বলতে কী প্রত্যাশার চাপ আমাকে ভালো খেলতে অনুপ্রাণিত করে। পুরো ক্যারিয়ারেই আমার অনেক প্রত্যাশার চাপ ছিল। এটা নতুন কিছু না। তবে নিজেকে নিয়ে মাত্রাতিরিক্ত প্রত্যাশা আমি করি না।’

মাশরাফি-ক্রিস গেইলদের সতীর্থ হয়েও খুশি ভিলিয়ার্স। এরইমধ্যে বলেছেন, ‘রংপুর রাইডার্সের মতো দারুণ এক দল পেয়েছি আমি। এখনো খেলিনি। আশা করছি টুর্নামেন্টটা ভালোভাবে শেষ করতে পারব। এখন গ্রুপের শেষ ছয়টা ম্যাচ যদি ভালো করতে তাহলে নক আউটে যেতে পারব।’

গ্রুপের শেষ ৬ ম্যাচের দৃষ্টি রংপুরের। একইভাবে প্রস্তুত হয়ে আছে সিলেটও। এই ম্যাচ দিয়েই বিপিএল মিশন শেষ হবে ডেভিড ওয়ার্নারের। দেশে ফিরে যাবে অস্ট্রেলিয়ান মহাতারকা। কনুইয়ের চোটে আক্রান্ত তিনি। একই কারণে এর আগে আরকে অজি স্টিভেন স্মিথের বিপিএল শেষ হয়েছে।

শনিবারের আরেক ম্যাচে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই চিটাগং ভাইকিংসের প্রতিপক্ষ খুলনা টাইটানস। জয়ের জন্য মরিয়া দুই দলই। কারণ গ্রুপ পর্বের প্রতিটি ম্যাচই এখন মহা গুরুত্বপূর্ণ।

বিপিএলে শনিবারের দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।


সিলেট সিক্সার্স বনাম রংপুর রাইডার্স
(শুরু দুপুর ১.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

চিটাগং ভাইকিংস বনাম খুলনা টাইটানস
(শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর