ইংল্যান্ডের বিপক্ষে যুব দলে নেই তৌহিদ হৃদয়

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 10:21:03

তিনিই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। অথচ তাকেই ছাড়াই সফরকারী ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে লড়বে জুনিয়র টাইগাররা। অবশ্য অন্য কোন উপায়ও নেই। কারণ তৌহিদ হৃদয় এখন বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে ব্যস্ত। একইসঙ্গে পেসার শরিফুল ইসলামকেও পাচ্ছে না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের শেষ ভাগে তারা দলের সঙ্গে যোগ দিতে পারেন।

শনিবার তৌহিদ ও শরিফুলকে ছাড়াই বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছেন নির্বাচকরা। যেখানে দলের নেতৃত্ব পেলেন উইকেটকিপার ব্যাটসম্যান আকবর আলি। সহ-অধিনায়ক অলরাউন্ডার শামিম হোসেন। উঠতি তবে দলে আছেন লেগ স্পিনার রিশাদ হোসেন।

বিপিএলের ফ্রাঞ্চাইজিরা তৌহিদ ও শরিফুলকে ছাড়তে চায়নি। এরমধ্যে তৌহিদ আছেন সিলেট সিক্সার্সে। শরিফুল খুলনা টাইটানসে। দুজনেরই অবশ্য বিপিএল অভিজ্ঞতাটা এখন অব্দি ভাল হয়নি।

রোববারই যুব সিরিজ খেলতে বাংলাদেশে আসবে ইংল্যান্ড যুব দল। চট্টগ্রাম ও কক্সবাজারে অনুষ্ঠিত হবে সিরিজের সবগুলো ম্যাচ। ২৫ জানুয়ারি প্রস্তুতি ম্যাচে শুরু সফর। তারপর ২৭ জানুয়ারি সিরিজের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে।

২৯ জানুয়ারি ওয়ানডে সিরিজ শুরু। বাকী দুই ম্যাচ ৩১ জানুয়ারি ও ২ ফেব্রুয়ারি। এরপরই কক্সবাজার পর্ব শেষ। চট্টগ্রামে ৭ ফেব্রুয়ারি শুরু প্রথম যুব টেস্ট। পরের টেস্ট শুরু ১৫ ফেব্রুয়ারি। ১৯ ফেব্রুয়ারি ফিরে যাবে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল
আকবর আলি (অধিনায়ক), শামিম হোসেন (সহ-অধিনায়ক), মোহাম্মদ প্রান্তিক নওরোজ, তানজিদ হাসান, মোহাম্মদ পারভেজ হোসাইন, মাহমুদুল হাসান, অমিত হাসান, রকিবুল হাসান, আশরাফুল ইসলাম সিয়াম, রিশাদ হোসেন, রুহেল আহমেদ, মোহাম্মদ শাহিন আলম, মৃত্যুঞ্জয় চৌধুরী, তানজিম হাসান সাকিব।

স্ট্যান্ড বাই
সাজিদ হাসান সিয়াম, মিজানুর রহমান মোহনা, মুজাক্কির হুসাইন, আসাদুল্লাহ হিল গালিব, ফজলে রাব্বি।

এ সম্পর্কিত আরও খবর