চার উইকেট পেয়েও মন খারাপ তাসকিনের

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-25 17:27:23

ইনজুরি কাটিয়ে আবারও বল হাতে চেনা ছন্দে তাসকিন আহমেদ। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) বল হাতে সাফল্যও মিলছে। শনিবার হোম গ্রাউন্ডে সিলেট সিক্সার্সের এই পেসার ৪২ রান খরচায় তুলে নিয়েছেন ৪ উইকেট। তারপরও ম্যাচ শেষে হাসি নেই এই তারকা ক্রিকেটারের মুখে। থাকবেই বা কী করে? ব্যক্তির চেয়ে যে দল বড়! তার দলকে ৪ উইকেটে হারিয়ে দিয়েছে রংপুর রাইডার্স।

এ কারণেই ব্যক্তিগত আনন্দ আড়ালে চলে গেল। শনিবার সিলেটে ম্যাচ শেষে বলছিলেন, ‘ম্যাচ হারলে খারাপ তো লাগেই। এই ম্যাচটা জেতার খুব ইচ্ছে ছিল। চেষ্টা করেছি। ১৯৪ রান করে হারাটা মোটেও উচিত হয়নি। কিছু ভুল হয়েছে। কিছু ক্যাচ ড্রপ। আমি উইকেট পেয়েছি চারটি তাই বলে আমি খুশি না। দিন শেষে এটা দলীয় খেলা। ম্যাচ হেরে যাওয়াতে শেষ পর্যন্ত নিজেকে খুশি রাখতে পারিনি।’

একইসঙ্গে মাঠে চোট পেতেও দেখা গেল। নিজের শেষ ওভারে ব্যথা পেয়ে শেষ পর্যন্ত মাঠ ছাড়েন তিনি। এখন ইনজুরির কী অবস্থা? তাসকিন জানাচ্ছিলেন, ‘আমার গোড়ালিতে একটু ব্যথা করছিল। ম্যাচের আগেও আমি টেপ পরে খেলেছিলাম। আমার বোলিং শেষ হওয়া যাওয়ায় আমি আর ঝুঁকি নেই নি। এখন চার দিন ব্রেক আছে এর মধ্যে আশা করি ঠিক হয়ে যাবে।’

আগের বিপিএলে নিজেদের মাঠে চার ম্যাচের চারটিতেই জিতেছিল সিলেট। এবার সেই ছন্দ নেই। হোম গ্রাউন্ডে কী হলো সিক্সাসের? অবশ্য তাসকিন নিজেও কোন ব্যখা পাচ্ছেন না। বলেন, ‘১৯৪ করে হারাটা আমার কাছে ব্যাখ্যার ভাষা নেই। ভাগ্য খারাপ যে ছোট ছোট ভুলের কারণে হেরে গেছি। ওই দলে বড় নাম ছিল। যদিও ওদের চার সেরা ব্যাটসম্যানকে আউট করেছিলাম। শেষের দিকে আসলে ছোট ভুলের কারণে হয়ে গেছে।’

শনিবার রংপুরের ম্যাচ দিয়েই সিলেটে শেষ ডেভিড ওয়ার্নার অধ্যায়। অস্ট্রেলিয়ান এই ক্রিকেটারকে মিস করবে সিলেট। চোট নিয়ে দেশে ফিরে যাওয়ার ওয়ার্নার প্রসঙ্গে তাসকিন বলছিলেন, ‘ওয়ার্নারের চলে যাওয়াতে একটু ঘাটতি পড়তে পারে। কিন্তু কিছু করার নেই। আমরা লোকাল এবং কোচিং স্টাফরা একজন আরেকজনকে অনেক সাপোর্ট করছি। ওর জায়গায় জেসন রয় আসছে, আশা করি সে ভালো করবে। এখন আমরা টুর্নামেন্টের বাইরে চলে যাই নি। লড়াইয়ে ফিরতে হবে আমাদের।’

ম্যাচটা সাব্বির রহমানের জন্যও হতাশার। অনেক দিন পর রান পেয়েছেন তিনি। খেলেছেন ৫১ বলে ৮৫ রানের দারুণ এক ইনিংস। কিন্তু তার দল সিলেট যে হেরে গেল। সতীর্থ তাসকিন সাব্বির কষ্টটা টের পাচ্ছেন। জানাচ্ছিলেন, ‘ব্যক্তিগতভাবে খুবই খারাপ লেগেছে ম্যাচ হারার পর। জিতলে হয়তো ও ম্যাচসেরা হত। আমি আসলে খুবই কষ্ট পেয়েছি। ওর জন্য হলেও জেতা উচিত ছিল ম্যাচটা।’

এ সম্পর্কিত আরও খবর