ফের ঢাকায় বিপিএল রোমাঞ্চ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-11 01:22:39

সিলেট থেকে আবারো ঢাকায় ফিরল বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে সোমবার দুপুরেই শুরু তৃতীয় পর্ব। ২১ থেকে ২৩ জানুয়ারি তিন দিন মোট ছয় ম্যাচের পরই একদিন বিরতি। তারপর চট্টগ্রাম পর্ব। ২৫ থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত বন্দর নগরীতে জমবে বিপিএল উন্মাদনা।

আজ সোমবার ঢাকা পর্ব শুরুর আগে পয়েন্ট তালিকায় দাপট ঢাকা ডায়নামাইটসের। ঢাকার টানা ৪ ম্যাচ জয়ের পর সিলেটে একটি ম্যাচ হেরেছে সাবেক চ্যাম্পিয়নরা। তারপরও টেবিলে নাম্বার ওয়ানই আছে সাকিব আল হাসানের দল।

ঢাকা ডায়নামাইটস ৬ ম্যাচে হেরেছে মাত্র ১টিতে। বাকি ৫ ম্যাচ জিতে ১০ পয়েন্ট নিয়ে শীর্ষে তারা। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয়স্থানে মুশফিকুর রহিমের চিটাগং ভাইকিংস। সমান পয়েন্ট ফেভারিট কুমিল্লা ভিক্টোরিয়ানসেরও। এরপরই আছে মাশরাফি বিন মুর্তজার রংপুর রাইডার্স। ৬ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে রাজশাহী কিংস। শেষ দুটি পজিশনে যথাক্রমে সিলেট সিক্সার্স (৪ পয়েন্ট) ও খুলনা টাইটানস (২ পয়েন্ট)।

লিগে সেরা চার দল হওয়ার লড়াইয়ে আছে সাত ফ্রাঞ্চাইজিই। কেউ বাদ পড়ছেন সরাসরি বলার সুযোগ নেই। যদিও মাঝ পথেই আছে এবারের বিপিএল। মোট ৪৬ ম্যাচের মধ্যে শেষ ২২টি।

দ্বিতীয় দফা ঢাকা পর্বে আজ সোমবার শেরেবাংলার হোম অব ক্রিকেটে দুপুর দেড়টায় প্রথম ম্যাচে লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও রাজশাহী কিংস। সন্ধ্যা সাড়ে ছয়টায় শীর্ষে থাকা ঢাকা ডায়নামাইটসের প্রতিপক্ষ চিটাগাং ভাইকিংস।

বিপিএলে সোমবারের দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

কুমিল্লা ভিক্টোরিয়ানস বনাম রাজশাহী কিংস
(শুরু দুপুর ১.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

ঢাকা ডায়নামাইটস বনাম চিটাগং ভাইকিংস
(শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর