ক্লার্কের চোখে কোহলিই ওয়ানডেতে সর্বকালের সেরা

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 22:19:10

একটা সময় ছিল ওয়ানডে ক্রিকেটের প্রায় সব রেকর্ডই ছিল শচীন টেন্ডুলকারের দখলে। এখনও ব্যাটিংয়ের সেরা রেকর্ডের মালিক এই ভারতীয় কিংবদন্তি। তবে চ্যালেঞ্জ জানাচ্ছেন তারই এক অনুজ। শচীনের রেকর্ড টপকে যাওয়ার পথেই আছেন বিরাট কোহলি। সেই এগিয়ে চলার পথে আরো একটা স্বীকৃতি পেলেন ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যান।

আস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক মাইকেল ক্লার্ক বাঁধিয়ে রাখার মতো একটা স্বীকৃতি দিয়েছেন বিরাট কোহলিকে। তিনি বেছে নিয়েছেন সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটসম্যান। যেখানে তার চোখে ‘গ্রেটেস্ট অফ অল টাইম কোহলি।’

২০১৫ বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়ান অধিনায়ক জানাচ্ছিলেন, ‘এখন অব্দি যতজন ওয়ানডে ক্রিকেট খেলেছেন, আমার মতে তাদের মধ্যে সর্বকালের সেরা ব্যাটসম্যান কোহলি। ভারতের হয়ে ওর অর্জনে চোখ রাখলে আপনিও আমার সঙ্গে একমত হবেন।’

খারাপ বলেন নি ক্লার্ক। সত্যিই অসাধারণ সব সাফল্য যোগ হয়েছে বিরাটের ক্যারিয়ারে। ভারত অধিনায়ক ২১৯টি ওয়ানডে ম্যাচে ৫৯.৬৮ গড়ে করেছেন ১০৩৮৫ রান। যার মধ্যে আছে ৩৯টি শতরান। হাফসেঞ্চুরি ৪৮টি।

শচীন ২০০ ম্যাচ খেলে করেছেন ১৮৪২৬ রান। শতরান ৪৯টি। অর্ধশতক ৯৬টি। তাকে ছুঁয়ে ফেলতে এগিয়ে যাচ্ছেন বিরাট কোহলি। ক্লার্ক বলছিলেন, ‘বিরাট একটু আগ্রাসী। কিন্তু আপনি ওর দায়বদ্ধতা নিয়ে কখনোই প্রশ্ন তুলতে পারবেন না। ওর কমিটমেন্ট আর ম্যাচ জেতা, রান করার তীব্র লড়াইটা মাথায় রাখতে হবে। তাকে সেরা না বলে উপায় নেই!’

এ সম্পর্কিত আরও খবর