জয়ে চোখ রেখে নামছে মাশরাফি-সাকিবের দল

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 18:28:57

আগের রাতেই চিটাগং ভাইকিংসের কাছে হারের তিক্ত স্বাদ পেয়েছে তারা। কিন্তু বিশ্রামের সুযোগ নেই। আজ মঙ্গলবার আবারও মাঠে মাঠে নামছে ঢাকা ডায়নামাইটস। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ানস। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের আরেক খেলায় খুলনা টাইটানস লড়বে রংপুর রাইডার্সের সঙ্গে।

শুরুটা দুর্দান্ত হলেও এখন পথ হারিয়েছে ফেলেছে ঢাকা। সাকিব আল হাসানের দল ছন্দে নেই। সোমবার রাতে ৩ উইকেটে তাদের হারিয়েছে মুশফিকুর রহিমের চিটাগং। ম্যাচটিতে সাকিব বল হাতে সাফল্য পেলেও শেষ দিকে এসে পথ হারায় দল।

সেই হারের ধাক্কা সামলে উঠার পালা এবার। তবে কুমিল্লা ভিক্টোরিয়ানস শক্ত চ্যালেঞ্জ জানাবে সন্দেহ নেই। তামিম ইকবালরা ভাল করেই জানেন সুপার ফোরে জায়গা করে নিতে এখন প্রতিটি ম্যাচই মহা গুরুত্বপূর্ণ। দলটির পয়েন্ট এখন ৭ ম্যাচে ৮। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে আগের মতোই শীর্ষে আছে ঢাকা।

গতবারের চ্যাম্পিয়ন রংপুর ভয়াবহ চাপে রয়েছে। সুপার ফোর নিশ্চিত করতে সামনে প্রতিটি ম্যাচেই জয়ে চোখ মাশরাফি বিন মর্তুজার। এবারের বিপিএলে বেশ কয়েকটি ম্যাচে জয়ের কাছাকাছি গিয়েও বন্দরে তরী নোঙর করতে পারেনি দলটি। কিন্তু এখন আর অতীত নিয়ে ভাবার সময় নেই। লড়াইয়ে রাখতে খুলনা টাইটানসকে হারাতেই হবে!

রংপুর ৭ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে আছে ৫ নম্বরে। টাইটানস আরো চাপে। ৭ ম্যাচে ১ জয়ে তারা রয়েছে তলানিতে। দলটির সুপার ফোরে উঠার সম্ভাবনা অনেকটাই এখন মিশন ইমপসিবল!

বিপিএলে মঙ্গলবারের দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

খুলনা টাইটানস বনাম রংপুর রাইডার্স
(শুরু দুপুর ১.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

ঢাকা ডায়নামাইটস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
(শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে)
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর