২ কোটি রুপিতে সানরাইজার্স হায়দারাবাদে সাকিব

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 02:42:50

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) একাদশতম আসরকে সামনে রেখে শনিবার অনুষ্ঠিত হচ্ছে নিলামের প্রথম পর্ব। এদিন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে সানরাইজার্স হায়দরাবাদ কিনে নিয়েছে দুই কোটি রুপিতে যা বাংলাদেশি টাকায় দুটি কোটি ৬০ লাখেরও বেশি টাকা। নিলামের শুরুতে ১৬ জন মার্কি প্লেয়ারকে উপস্থাপন করা হয়। এই তালিকায় ছিলেন সাকিবও। ১১ নম্বরে বাঁহাতি এই অলরাউন্ডারের নাম আসে। এ সময় প্রথম ডাকেই তাকে নিতে আগ্রহী হয় সানরাইজার্স হায়দরাবাদ। পরে নিলামে যোগ দেয় রাজস্থান রয়্যালসও। তবে খুব বেশি এগোয়নি লড়াই। শেষ পর্যন্ত বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় এই বিজ্ঞাপনকে দুই কোটি রুপিতে কিনে নেয় হায়দরাবাদ। গত আসরে কলকাতা নাইট রাইডার্সে খেলা সাকিবের নিলামে ভিত্তি মূল্য ছিলো এক কোটি রুপি। ২০১১ সাল থেকে টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সে ছিলেন সাকিব। খেলেছেন ছয় মৌসুমে। কলকাতার হয়ে দুইবার ব্যাটে-বলে দুর্দান্ত পারফরম্যান্স করে দলের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বাঁহাতি এই অলরাউন্ডার। তবে একাদশতম আসরে সাকিবকে ধরে রাখেনি কলকাতা। ফ্র্যা়ঞ্চাইজিগুলো সর্বনিম্ন ১৮ জনের জন্য বিড করতে পারবে, সর্বোচ্চ ২৫ জন। প্রতিটি ফ্র্যা়ঞ্চাইজি সর্বোচ্চ ৬০ কোটি রুপি খরচ করতে পারবে। দলে সর্বোচ্চ আটজন বিদেশি রাখা যাবে। ২৮ জানুয়ারি রোববার অনুষ্ঠিত হবে নিলামের দ্বিতীয় পর্ব।  

এ সম্পর্কিত আরও খবর