বিপিএলে সাকিবের উইকেট শিকারের সেঞ্চুরি!

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম | 2023-08-23 12:44:50

অনেক কিছুতেই নিজে একটু আলাদা করে চেনাতে পছন্দ করেন সাকিব আল হাসান। সেই তালিকায় সবচেয়ে বড় উদ্দীপকের নাম আর কিছু নয়; পারফরমেন্স!

বিপিএল মানেই সাকিবের সাফল্যের আলোয় ঝলমলো। এবারের ষষ্ঠ বিপিএলের আসরও সাকিবের সাফল্যের হাত ধরেই সামনে বাড়ছে। টুর্নামেন্টের এখন মাত্র মাঝপথ। ৪৬টি ম্যাচের মধ্যে মাত্র ২৬টি শেষ হয়েছে। তবে এই মাঝপথেই উইকেট শিকারে সাকিব আল হাসান এখন সবার শীর্ষে। ৮ ম্যাচে তার শিকার সংখ্যা ১৭ উইকেট। আর সার্বিক পরিসংখ্যানে বিপিএলে উইকেট শিকারের সেঞ্চুরি তার পুরো হলো! বিপিএলের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে ১০০ তম উইকেট শিকার সংখ্যা পুরো করলেন সাকিব। বিপিএলে তার উইকেট শিকারের পরিসংখ্যানটা এখন এমন; ৬৯ ম্যাচে ১০০ উইকেট!

এবারের টুর্নামেন্টে আগের ম্যাচেই সাকিব সবচেয়ে বেশি উইকেট শিকারের লড়াইয়ে ছুঁয়ে ফেলেছিলেন সিলেট সিক্সার্সের তাসকিন আহমেদকে (৭ ম্যাচে ১৪ উইকেট)। মিরপুরে মঙ্গলবার রাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ৪ ওভারে ২৪ রান খরচায় তুলে নিলেন ৩ উইকেট। ঠিক আগের ম্যাচেই চিটাগং ভাইকিংসের বিপক্ষে ১৬ রানে ৪ উইকেট শিকার করেছিলেন সাকিব। শেষ দুই ম্যাচে ৭ উইকেট।

এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত ঢাকা খেলেছে ৮টি ম্যাচ। দলের হয়ে সবগুলো ম্যাচেই সাকিব অধিনায়ক হিসেবে খেলেছেন।

-আর পারফরম্যান্স?

আশ্চর্যরকম ধারাবাহিক! ৮ ম্যাচের প্রতিটিতেই উইকেট পেয়েছেন সাকিব। কখনো পাওয়ার প্লে’তে বোলিং করেছেন। কখনো শেষ ওভারটা করেছেন একেবারে ইনিংসের শেষ ওভারে। প্রায় ম্যাচে দেখা গেছে সাকিব বল হাতে আসা মানেই ঢাকা ডায়নামাইটসের সাফল্যের শুরু!

এককভাবে পারফরমেন্স করে দলের জয়ে বড় ভুমিকা রেখেছেন সাকিব। টুর্নামেন্টে ২২ জানুয়ারি, মঙ্গলবার রাত পর্যন্ত সাকিব ২৯ ওভার বল করে ২০১ রানের বিনিময়ে শিকার করেছেন ১৭ উইকেট। উইকেট প্রতি রান খরচ মাত্র ১১.৮২! ইকোনেমি রেটও সাতের নিচে (৬.৯৩)। স্ট্রাইক রেট ১০.২৩। অর্থাৎ প্রতি ১১ বলের মধ্যেই উইকেট পেয়েছেন ঢাকার অধিনায়ক!

যেভাবে টুর্নামেন্টে এগিয়ে চলেছে ঢাকা ডায়নামাইটস, তাতে নিশ্চিতভাবেই সুপার ফোরে খেলছে তারা। গ্রæপ পর্বেও এখনো আরো পাঁচটি ম্যাচ বাকি আছে ঢাকার। ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে পারলে সাকিবের উইকেট শিকার সংখ্যা নতুন উচ্চতায় গিয়ে পৌছাতে পারে।

ষষ্ঠ বিপিএলে সাকিবের ১৭ উইকেট শিকারের তালিকা
১/১১ প্রতিপক্ষ রাজশাহী কিংস
৩/৩৯ প্রতিপক্ষ খুলনা টাইটানস
১/৩৫ প্রতিপক্ষ রংপুর রাইডার্স
২/৩৪ প্রতিপক্ষ সিলেট সিক্সার্স
১/২৯ প্রতিপক্ষ রাজশাহী কিংস
২/৩৪ প্রতিপক্ষ সিলেট সিক্সার্স
৪/১৬ প্রতিপক্ষ চিটাগং ভাইকিংস
৩/২৪ প্রতিপক্ষ কুমিল্লা ভিক্টোরিয়ান্স

এ সম্পর্কিত আরও খবর