শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট দল ঘোষণা, নতুন মুখ নাঈম

ক্রিকেট, খেলা

সেন্ট্রাল ডেস্ক ৪ | 2023-08-31 15:37:15

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন নাঈম হাসান। ১৭ বছর বয়সী এই অফ স্পিনার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে এখন নিউজিল্যান্ডে অবস্থান করছেন। এছাড়া দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও কামরুল ইসলাম রাব্বী। তরুণ অফ স্পিনার নাঈমের দলে অন্তর্ভুক্তি নিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন বলেছেন, ‘আমাদেরকে আরেকজন অফ স্পিনার দরকার ছিল। সে প্রতিভাবান, জাতীয় দলে আশা করি ভালো করতে পারবে।’ এছাড়া কলম্বোয় বাংলাদেশের শততম টেস্টে খেলার পর দলে ফিরেছেন সৈকত। চোখের সংক্রমণের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি তিনি। তবে সুস্থ হয়ে মাঠে ফিরে ক’দিন আগে বিসিএলে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের হয়ে ইসলামী ব্যাংক পূর্বাঞ্চলের বিপক্ষে সেঞ্চুরি করেছেন। এছাড়া রাব্বী ফিরেছেন ৯ মাস পর। গত বছর ফেব্রুয়ারিতে শেষবার খেলেছেন ভারতের বিপক্ষে। গত মার্চে শ্রীলঙ্কার বিপক্ষে থাকলেও খেলা হয়নি। বাদ পড়েছেন সাব্বির রহমান। এছাড়াও সৌম্য সরকার, নাসির হোসেন, তাসকিন আহমেদ, শুভাশিষ রায়, শফিউল ইসলামের সুযোগ মেলেনি। অন্যদিকে, টেস্ট স্কোয়াডে ফিরেছেন মোসাদ্দেক হোসেন ও কামরুল ইসলাম রাব্বি। প্রসঙ্গত, সম্প্রতি শৃঙ্খলাভঙ্গের কারণে বড় ধরনের শাস্তি পান সাব্বির। ২০ লাখ টাকা জরিমানার পাশাপাশি ঘরোয়া ক্রিকেটে ৬ মাসের নিষেধাজ্ঞা আরোপ করা হয় তার ওপর। এমনকি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ দেওয়া হয়। এবার প্রথমবারের মতো জাতীয় দলের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়ার অভিজ্ঞতা হলো। চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ৩১ জানুয়ারি প্রথম টেস্টে মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। মিরপুরে দ্বিতীয় ও শেষ টেস্ট ৮ ফেব্রুয়ারি থেকে। লঙ্কানদের বিপক্ষে দু’টি টি-টোয়েন্টি ১৫ ও ১৮ ফেব্রুয়ারি যথাক্রমে ঢাকা ও সিলেটে। প্রথম টেস্টের বাংলাদেশ স্কোয়াড: সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদউল্লাহ (সহ-অধিনায়ক), তামিম ইকবাল, লিটন কুমার দাস, মুশফিকুর রহিম, ইমরুল কায়েস, মুমিনুল হক, মোসাদ্দেক হোসেন, তাইজুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, কামরুল ইসলাম রাব্বি, মেহেদি হাসান মিরাজ, রুবেল হোসেন, নাঈম হাসান।  

এ সম্পর্কিত আরও খবর