তাওহিদ হৃদয় আমার ফেভারিট ব্যাটার: তানজিম সাকিব

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-05-30 15:27:04

পর্দা উঠছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। এর ঠিক আগে বিসিবি থেকে প্রকাশিত হচ্ছে ‘গ্রিন রেড স্টোরি’ শিরোনামে ধারাবাহিক সাক্ষাৎকার। যেখানে বাংলাদেশ স্কোয়াডের ক্রিকেটাররা নিজেদের লক্ষ্য, ভাবনা ও উদ্দেশ্য নিয়ে কথা বলেছেন। এবারের পর্বে কথা বলেছেন টাইগার পেসার তানজিম হাসান সাকিব।

বিশ্বকাপ স্কোয়াডে আছেন এটা সাকিবের কাছে স্বপ্নের মতো। এ কথা বলার পর তিনি বলেন, ‘যখন আন্ডার-১৯ ক্রিকেট খেলি তখন থেকেই আমার টার্গেট ছিল আমি ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলব, কখনো আমার কনফিডেন্স কম কাজ করেনাই। আমি নিজেকে সেভাবেই রেডি করসি যে আমার ইন্টারন্যাশনালে যেয়ে ডমিনেট করা লাগবে।‘

নিজের উচ্চতার প্রভাব তার বোলিংয়ে ফেলতে দেন না সাকিব, ‘পেস বোলার হিসেবে আমার হাইট ছয় ফিট না, ওই হিসাবে আমার আলাদা স্কিল অবশ্যই থাকা লাগবে। যেহেতু আমার ওরকম হাইটের এডভান্টেজ নাই তাই আমি চেষ্টা করি বলটা স্কিট এবং কাট করানোর জন্য।‘

সতীর্থদের মধ্যে পছন্দের ব্যাটার কে এ প্রশ্নের জবাবে তিনি বলেছেন, ‘তাওহিদ হৃদয় আমার ফেভারিট ব্যাটার। তার ব্যাটিং এঞ্জয় করি। নেটে আমি যখন তাকে বোলিং করি তখন আমাদের মধ্যে একটা চ্যালেঞ্জিং ভাব কাজ করে। সবসময় তাকে বলি আমাকে ছয় মারেন ছয় মারেন। আমিও তাকে একটা চ্যালেঞ্জ দেই, সেও চ্যালেঞ্জ নেয়।‘

সাকিব আল হাসানকে নিয়ে আলাদা করে বলেছেন তানজিম সাকিব, ‘আমি সাকিব ভাইয়ের মেন্টাল যে টাফনেস টা আছে সেটা আনার চেষ্টা করব। এটা আমার সবসময় ভাল লাগে যে উনি মেন্টালি অনেক টাফ থাকে। যেকোনো সিচুয়েশনকে অনেক শান্তভাবে হ্যান্ডেল করতে পারেন।‘

বিশ্বকাপে বাংলাদেশ দলকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী এ টাইগার পেসার। নিজেদের সামর্থ্যের সবটা মাঠের খেলায় ঢেলে দিতে পারলে যেকোনো দলকেই তারা হারাতে পারবে এমনটাই মনে করেন সাকিব।

এ সম্পর্কিত আরও খবর