পিএনজিকে ভারত-অস্ট্রেলিয়ার মতো প্রতিপক্ষ ভেবেই খেলেছে ক্যারিবীয়রা

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-03 14:25:24

শক্তি, সামর্থ্য, পরিসংখ্যান, সমীকরণ সবকিছুতেই ওয়েস্ট ইন্ডিজ ঢের এগিয়ে থাকলেও পিএনজিকে মোটেও হালকাভাবে নেয়নি দলটা। মাঠেও পিএনজি দিয়েছিলো অঘটনের আভাস। ইনিংসের ১৬তম ওভারের শেষ বলে শেরফানে রাদারফোর্ড ফিরলে পঞ্চম উইকেট হারায় স্বাগতিকরা। পরের শেষ চার ওভারে জয়ের জন্য দরকার ছিল ৪০ রান। শেষ হাসি ওয়েস্ট ইন্ডিজ হাসলেও মাঝের কিছুটা সময়ের জন্য হলেও ক্যারিবীয়দের বেশ চিন্তায় ফেলেছিল পাপুয়া নিউ গিনি।

আইসিসি টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে ওয়েস্ট ইন্ডিজের অবস্থান যেখানে চতুর্থ; সেখানে পিএনজি আছে বিশে। র‍্যাঙ্কিংয়ের ফারাকটা বিস্তর হলেও ওশেনিয়ার দেশটি ক্যারিবিয়ানদের বিপক্ষে লড়াই করেছে শেষ অবধি। অনেকটা যেন অভিজ্ঞতার কাছেই হেরে গেল তারা। ম্যাচসেরা রস্টন চেজ অবশ্য স্বীকার করেছেন, তারা পিএনজিকে ভারত-অস্ট্রেলিয়ার মতো দল ভেবেই খেলেছিল।

‘পিএনজি প্রথম সারির দল নয়। তবে বিশ্বকাপে আমরা কোনো দলকেই হালকাভাবে নিতে চাই না। আমরা এমন মানসিকতা নিয়ে নেমেছিলাম যেনো অস্ট্রেলিয়া বা ভারতের বিপক্ষে খেলছি। আমাদের প্রথম ইনিংসের বোলিং থেকেই ধারণা হয়ে গিয়েছিল, শুরুর দিকে ব্যাটারদের জন্য ম্যাচটা কঠিন হতে যাচ্ছে। এতে আমি নিজেকে সময় দিয়েছি এবং নিজের কঠোর পরিশ্রমে ভরসা রেখেছি।’

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে ৬ষ্ঠ উইকেটে রাসেলকে নিয়ে ৪০ রানের জুটি গড়ে; এক ওভার হাতে রেখেই ম্যাচ শেষ করেন চেজ। ২৭ বলে ৪২ রান আর বল হাতে মিতব্যয়ীতায় ম্যাচসেরা চেজ।

এ সম্পর্কিত আরও খবর