লঙ্কানদের ৭৭ রানে গুঁড়িয়ে বিশ্বকাপ শুরু প্রোটিয়াদের

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-04 09:19:39

বিশ্বকাপে গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার পেস তোপে কাবু হয়েছে শ্রীলঙ্কা। অলআউট হয়ে যায় মাত্র ৭৭ রানে। যেই রান তাড়া করতে অবশ্য ১৬.২ ওভার ব্যাট করতে হয়েছে প্রোটিয়াদের। যদিও দিনশেষে ৬ উইকেটের বড় জয়েই টুর্নামেন্ট শুরু করেছে প্রোটিয়ারা।

এদিন টসে জিতে শুরুতে ব্যাট করতে নামলেও সুবিধা করতে পারেনি লঙ্কানরা। প্রোটিয়াদের পেস তোপে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি। কাগিসো রাবাদা এনরিক নরকিয়ারা ছড়ি ঘুরাতে থাকেন লঙ্কান ব্যাটারদের ওপর। কুশল মেন্ডিসের ১৯ ও অ্যাঞ্জেলো ম্যাথিউসের ১৬ রানই দলের সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ। শেষ পর্যন্ত ১৯.১ ওভারে ৭৭ রানে গুটিয়ে যায় লম্বারনরা।

জবাব দিতে নেমে দেখেশুনে ব্যাট চালাতে থাকে প্রোটিয়ারা। এরপরও শুরুতেই রেজা হেনরিখ ফিরলে খানিকটা চাপে পড়ে যায় দলটি। অধিনায়ক এইডেন মার্করামও সুবিধা করতে পারেননি। তবে এরপর ২০ রানের ইনিংস খেলে দলকে অনেকটাই জয়ের কাছে নিয়ে যান কুইন্টন ডি কক। বাকি কাজটুকু সেরে আসেন হেইনরিখ ক্লাসেন। ২২ বলে ১৯ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

প্রোটিয়ার বোলারদের মধ্যে ৭ রান খরচায় ৪ উইকেট তুলে ম্যাচসেরা নরকিয়া।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা: ৭৭/১০ (১৯.১ ওভারে, কুশাল ১৯, নরকিয়া ৪/৭)
দক্ষিণ আফ্রিকা: ৮০/৪ (১৬.২ ওভারে, ডি কক ২০, হাসারাঙ্গা ২/২২)
ফল: দক্ষিণ আফ্রিকা ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: এনরিক নরকিয়া।

এ সম্পর্কিত আরও খবর