উগান্ডাকে শক্তি দেখাল আফগানিস্তান

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-04 10:05:31

প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে নেমেছে উগান্ডা। চোখে মুখে সে কি উচ্ছ্বাস দলটির ক্রিকেটারদের। তবে সেই উচ্ছ্বাস মিলিয়ে যেতে সময় লাগল না খুব বেশি। আফগানরা ব্যাটিংয়ে নেমে গড়লেন রেকর্ড ১৫৪ রানের ওপেনিং জুটি। এরপর তাদের স্কোরটা থেমেছে ১৮৩ রানে। ব্যাটিং শক্তি দেখানোর পর বোলিং শক্তি দেখানোর পালা আফগানদের। সেই শক্তি এতটাই বেশি যে ৫৮ রানে অলআউট হতে হলো উগান্ডাকে। ১২৫ রানের বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো আফগানদের।

এদিন টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে ওপেনিং জুটিতেই ১৫৪ রান করে ফেলে আফগানরা। দলের হয়ে সর্বোচ্চ ৪৫ বলে ৭৬ রান আসে রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ৪৬ বলে ৭০ রান করেন ইব্রাহিম জাদরান।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই ফজল হক ফারুকির বোলিং তোপের মুখে পড়ে উগান্ডা। ইনিংসের দ্বিতীয় বলেই ফিরিয়ে দেয় রোনাক প্যাটেলকে। এরপর নিয়মিত বিরতিতেই দলটি উইকেট খুইয়েছে। ফারুকি তোপে ১৮ রানেই ৪ উইকেট নেই উগান্ডার। এরপর হাল ধরতে পারেনি দলটির কোনো ব্যাটার। মাঝে কিছুটা লড়াই করে দলকে সম্মানজনক পুঁজি পাইয়ে দিতে লড়াই চালিয়েছিলেন রবিনসন ওবুয়া। তবে সেই তাদের সেই সম্মানজনক পুঁজিটা শেষ পর্যন্ত ৫৮। আফগানদের হয়ে ৯ রানে ৫ উইকেট তুলেছেন ফারুকি।

সংক্ষিপ্ত স্কোর:

আফগানিস্তান: ১৮৩/৫; (গুরবাজ ৭৬, জাদরান ৭০, নবী ১৪; কসমাস ২/২৫, মাসাবা ২/২১)
উগান্ডা: ৬০; (রবিনসন ১৪, রিয়াজাত ১১; ফারুকি ৫/৯, নাবিন ২/ ৪, রশিদ ২/১২)
ফল: আফগানিস্তান ১২৫ রানে জয়ী।

এ সম্পর্কিত আরও খবর