ধোনির অনেক বড় ভক্ত মাহমুদউল্লাহ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-05 13:37:32

টি-টোয়েন্টি বিশ্বকাপকে উদ্দেশ্যে করে বাংলাদেশের ক্রিকেটারদের লক্ষ্য, ভাবনা এবং সার্বিক অবস্থা নিয়ে 'গ্রিন রেড স্টোরি' শিরোনামে ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবারের পর্বে কথা বলেছেন অভিজ্ঞ টাইগার অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ।

যেকোনো ট্রফি জিততে পারফরম্যান্সের পাশাপাশি ভাগ্যটাও সহায় হতে হয়, এমনটাই মনে করেন রিয়াদ। তিনি বলেন, ‘ট্রফি জিনিসটার জন্য আমি বলব কিছুটা ভাগ্যেরও সহায়তা লাগে। আমরা কয়েকটা মেগা ইভেন্টের খুব কাছাকাছি গিয়েছিলাম। আনফরচুনেটলি আমরা পারিনি। ইনশাল্লাহ দিস টাইম উই উইল ট্রাই এভ্রিথিং উই ক্যান।‘

ক্যারিয়ারে অনেক বাঁধার সম্মুখীন হলেও কখনো আশা হারাননি এ টাইগার অলরাউন্ডার, ‘স্ট্রাগল তো থ্রুআউট মাই ক্যারিয়ার কমবেশি ছিল। আমি সবসময়ই আল্লাহর উপর বিশ্বাস করি। আল্লাহর কাছেই সবসময় আমার যা কিছু বলার আমি বলি। আমি বিশ্বাস করি আল্লাহ হচ্ছেন বেস্ট প্ল্যানার।‘

সাবেক ভারতীয় উইকেটকিপার ব্যাটার মহেন্দ্র সিং ধোনির বিশাল ভক্ত মাহমুদউল্লাহ। বিশ্বকাপজয়ী এ অধিনায়কের প্রশংসায় তিনি বলেছেন, ‘এম এস ধোনির খেলা খুব ভাল লাগে। আই এম রিয়েলি এ বিগ ফ্যান অফ হিম টু বি অনেস্ট। উনার টেম্পারমেন্ট উনার কামনেস অনেককিছু শেখার বিষয় আছে। এই জিনিসগুলা আমার ভাল লাগে।‘

ব্যক্তিগত অর্জনের চেয়ে তার কাছে দলীয় সাফল্যটাই বেশি গুরুত্বপূর্ণ, ‘আমি আমার নাম নিয়ে কখনো চিন্তা করিনা, ইন্ডিভিজুয়াল গোল নিয়ে আমি কখনো সেভাবে চিন্তা করিনা। টিমের গোল যদি এচিভ হয় তাতেই আমি খুশি ইনশাল্লাহ।’

এ সম্পর্কিত আরও খবর