যেকোনো কিছুই হতে পারে, এটাই টুর্নামেন্টের সৌন্দর্য: উইলিয়ামসন

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-07 20:44:23

টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে এবারই প্রথমবারের মতো সর্বোচ্চ ২০টি দল নিয়ে যুক্তরাষ্ট্রের মাটিতে টুর্নামেন্টটি অনুষ্ঠিত হচ্ছে। ইতোমধ্যেই এক্র অধিক ম্যাচে দেখা গেছে রোমাঞ্চ। বৃহস্পতিবার রাতে স্বাগতিক যুক্তরাষ্ট্র হারিয়ে দিয়েছে গতবারের রানার্সআপ পাকিস্তানকে। এছাড়াও একের অধিক লো স্কোরিং থ্রিলারের দেখাও মিলেছে এবারের বিশ্বকাপে।

সব মিলিয়ে বিশ্বকাপের শুরুটাই বেশ জমে উঠেছে। এমনটাই মনে করছেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। তিনি জানালেন, বড় পরিসরের এই টুর্নামেন্ট সুযোগ দিচ্ছে সব দলকেই। 

নিউজিল্যান্ডের অধিনায়ক বলেন, ‘এই ধরনের এক্সপোজার সব দলের জন্যই সুবিধা এনে দিচ্ছে। যখন আপনি টুর্নামেন্টে ঢুকবেন, তখন যে কোনো কিছুই হতে পারে, টুর্নামেন্টের সৌন্দর্য এটাই।’

এবারের বিশ্বকাপ যুক্তরাষ্ট্রে আয়োজনের প্রধান কারণ ছিল খেলাটার নতুন একটা ঠিকানা সৃষ্টি করা। উইলিয়ামসন মনে করছেন, খেলাটার প্রসারে এমন টুর্নামেন্ট বড় অবদান রাখবে। তার কথা, ‘দিনশেষে এমন ফরম্যাটের টুর্নামেন্ট ক্রিকেটের প্রসারের জন্য অসাধারণ একটা বিষয়।’

এবারের বিশ্বকাপে যুক্তরাষ্ট্র খেলছে সহ-আয়োজক হওয়ার বদৌলতে। সেই দলটা দুই ম্যাচে দুই জয় তুলে নিয়েছে। সবশেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়েছে সুপার ওভারে। বর্তমানে অপরাজিত আমেরিকানরা আছে গ্রুপ ‘এ’র শীর্ষে, যেখান থেকে দুই দল যাবে সুপার এইটে।

উইলিয়ামসনের নিউজিল্যান্ড সে গ্রুপে নেই। তবে তাই বলে সে ম্যাচটা না দেখার ভুলটা করেনি তার দল। সে ম্যাচ নিয়ে উইলিয়ামসন বললেন, ‘এটা দারুণ একটা ম্যাচ ছিল। এই ধরনের টুর্নামেন্টে সব দলের টেস্ট স্ট্যাটাস পাওয়া দলের বিপক্ষে খেলার অভিজ্ঞতা থাকুক আর না থাকুক, সবারই প্রতিভাবান খেলোয়াড় থাকে। নির্দিষ্ট দিনে আপনি কেমন খেলেন, তার ওপর নির্ভর করে বিষয়টা।’

এ সম্পর্কিত আরও খবর