জাকা আশরাফের জায়গায় গত ফেব্রুয়ারিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান হন মহসিন নকভি। ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবি দেখা পাকিস্তান দলকে টেনে তোলার দায়িত্ব নেন তিনি। শাহিন শাহ আফ্রিদিকে সরিয়ে ফের নেতৃত্ব দেন বাবার আজমকে। সেই সঙ্গে কোচ হিসেবে নিয়োগ দেন ভারতকে বিশ্বকাপ জেতানো কোচ গ্যারি কারস্টেনকে। উদ্দেশ্য যেকোনো মূল্যে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে সাফল্য পাওয়া।
তবে বিশ্বকাপ শুরুর পর দেখা যাচ্ছে উল্টো চিত্র। বিশ্বকাপের প্রথম ম্যাচে আইসিসির সহযোগী দেশ যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের পর দ্বিতীয় ম্যাচে ভারতের ১২০ রানের লক্ষ্যও তাড়া করতে পারেনি তারা। যার ফলে শঙ্কায় পড়ে গিয়েছে পাকিস্তানের সুপার এইটে খেলা। স্বাভাবিকভাবেই সমালোচিত হতে হচ্ছে দলটির ক্রিকেটার থেকে শুরু করে টিম ম্যানেজমেন্টকে। পিসিবি প্রধান মহসিন নকভিও বাদ যাচ্ছেন না সমর্থকদের রোষানল থেকে। যা নিয়েই এবার কঠোর অবস্থানে যাওয়ার হুশিয়ারি দিয়েছেন নকভি। জানিয়েছেন দলে বড় সার্জারি চালানোর কথা।
ভারতের বিপক্ষে হারের পর দলে বড় পরিবর্তন আনার আভাসও দিয়েছেন তিনি। বলেন, ‘আমি ভেবেছিলাম ম্যাচ জিততে শুরু করার জন্য দলে ছোট সার্জারি করতে হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে বড় সার্জারিতে যেতে হবে। আমরা যেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিপক্ষে হেরেছি এবং এখন ভারতের কাছে এই হারটা খুবই হতাশাজনক। আমাদের এখনই দলের বাইরের খেলোয়াড়দের দিকে তাকানো শুরু করতে হবে।’
দলের এই চেহারা আগামীতে থাকবে না বলেই আশ্বাস দিয়েছেন নকভি। জানিয়েছেন বিশ্বকাপ চলায় আপাতত কিছু সম্ভব না হলেও বিশ্বকাপ শেষে এ নিয়ে বৈঠক করতেন তারা। যেই বৈঠকে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। নকভি বলেন, ‘দল কেন পারফর্ম করছে না তা সবাই জিজ্ঞাসা করছে। বিশ্বকাপ এখনো চলছে। তবে আমরা এই বিষয়টি নিয়ে বসব এবং সবকিছু দেখব।’