দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক বার্তা২৪.কম | 2024-06-10 18:02:53

বিশ্বকাপে গ্রুপপর্বের দ্বিতীয় ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে কখনোই জয়ের ইতিহাস নেই বাংলাদেশের। এমন দলের বিপক্ষে তাই নিজেদের সেরা একাদশটাকেই মাঠে নামাবে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে পারে সেই একাদশে জায়গা হবে কাদের বা কারাই বা বাদ পড়তে যাচ্ছেন সবশেষ শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের একাদশ থেকে।

বাংলাদেশ একাদশে অবশ্য তেমন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা কম। তবে দলের অন্যতম সেরা পেসার শরিফুল ইসলামের সার্ভিস পেতে চাইবে বাংলাদেশ। যদি তিনি খেলার মতো ফিট থাকেন তাহলে এই ম্যাচের একাদশে নিশ্চিতভাবেই তাকে রাখবে বাংলাদেশ দল। সেক্ষেত্রে শ্রীলঙ্কার বিপক্ষে খেলা একাদশ থেকে বাদ পড়তে হতে পারে পেসার তানজিম হাসান সাকিবকে।

এর বাইরে সৌম্যর ফর্ম নিয়ে প্রশ্ন থাকলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো খেলার পূর্বের অভিজ্ঞতা থাকায় এ ম্যাচের একাদশে টিকে যেতে পারেন তিনি। আর লিটন দাস তো সবশেষ ম্যাচেই রানে ফেরার আভাস দিয়েছেন। তাই স্বাভাবিকভাবেই দলে থাকবেন তিনি। তবে বোলিং ঠিক রেখে ব্যাটিংয়ে শক্তি বাড়াতে চাইলে হয়তো শেখ মেহেদীর কথা ভাবতে পারে টিম ম্যানেজমেন্ট।

কেননা, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংটাও নেহায়েত মন্দ করেন না মেহেদী। সেক্ষেত্রেও বাদ পড়তে পারেন তানজিম সাকিব। অর্থাৎ দলে কেউ বাদ পড়লে সেটা যে তানজিম সাকিবই হবেন এটা অনেকটাই পরিষ্কার। তবে এটা নির্ভর করছে অনেকাংশেই শরিফুলের বর্তমান অবস্থা ও টিম ম্যানেজমেন্টের ভাবনার ওপর।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ–
তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব/ শরিফুল ইসলাম, শেখ মেহেদী।

এ সম্পর্কিত আরও খবর