দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তীরে এসে তরী ডুবেছে বাংলাদেশের। নিশ্চিতভাবে ম্যাচটি নিজেদের নামে করে নিচ্ছে বাংলাদেশ এমনটা যখন ধরেই নিয়েছিলেন সমর্থক ও দর্শকরা, ঠিক তখনই অঘটনের সূত্রপাত। একে একে সাজঘরে ফিরলেন দুই ভরসাবান ব্যাটার তাওহিদ হৃদয় এবং মাহমুদউল্লাহ। শেষে জয়ের হাসিটা হাসল প্রোটিয়ানরাই।
মাত্র ৪ রানে হেরে যাওয়া এই ম্যাচের পর নিজেদের কিভাবে সান্ত্বনা দিবে টাইগাররা তা ভেবে পাচ্ছিল না। ম্যাচ পরবর্তী এক সাক্ষাৎকারে দুর্দান্ত বোলিং করা তানজিম হাসান সাকিব জানিয়েছেন, সর্বোচ্চ চেষ্টাটা করেও এভাবে হেরে যাওয়াটা আসলে দুর্ভাগ্য ছাড়া কিছু নয়।
ম্যাচে গুরুত্বপূর্ণ ৩টি উইকেট শিকার করে সাকিব বলেছেন, ‘আমাদের আসলে লো স্কোরিং এই ম্যাচটা জেতা উচিত ছিল। আমার মনে হয় আমাদের ব্যাটসম্যানরা ভালোই ব্যাট করেছে, ওদের বোলাররা অনেক ভালো করছে। এই উইকেটে রান করা সহজ নয়। ব্যাটসম্যানরা অনেক চেষ্টা করেছে। আমরা দুর্ভাগা ছিলাম, তাই ম্যাচটা জিততে পারিনি।’
এই হারে দলের খেলোয়াড়দের মধ্যে প্রচন্ড হতাশা প্রকাশ পেলেও কেউ ভেঙে পড়তে চান না বলে জানিয়েছেন এই পেসার, ‘মানসিকভাবে চিন্তা করলে আমরা অনেক শক্ত আছি। আমাদের দলীয় একতা অসাধারণ। আমি মনে করি আমরা যদি এভাবে খেলতে থাকি, তবে কোনো দলই আমাদের কাছে ব্যাপার নয়। আর এটা নিয়ে আমরা আলোচনা করি যে টি-টোয়েন্টিতে যেকোনো দলকে আমরা হারাতে পারি।’
দলের সার্বিক পারফরম্যান্স বিবেচনায় সাকিব আরও বলেন, ‘ক্রিকেটটা তো টিম গেম। কখনো বোলাররা ভালো করবে, কখনো ব্যাটাররা ব্যাকআপ করবে। এটা শেষ পর্যন্ত দলীয় খেলা। আমরা চেষ্টা করছি, যেন আমাদের খুব ভালো সমন্বয় হয়। তবে আমরা ভালো খেলছি। আমরা অনেক আত্মবিশ্বাসী। আমরা আশা করি পরের দুই ম্যাচ আমরা অনেক ভালো করব। দুই ম্যাচেই জিতব এবং পরের পর্বে যাব।’