দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হারের ম্যাচের মাধ্যমে চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের যুক্তরাষ্ট্র পর্ব শেষ করেছে বাংলাদেশ দল। প্রোটিয়াদের সঙ্গে ৪ রানে হারার দুঃখ ভুলে এখন সামনে এগিয়ে যেতে চায় টাইগাররা। সুপার এইটের লক্ষ্য নিয়ে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে বাকি দুই ম্যাচে জয় তুলে নিতে মরিয়া শান্ত-সাকিবরা। বাংলাদেশ সময় আজ বিকেলে ক্যারিবিয়ান মাটিতে পা রেখেছে বাংলাদেশ দল।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে খুব একটা সময় নষ্ট না করে ওয়েস্ট ইন্ডিজে চলে এসেছে বাংলাদেশ দল। গ্রুপপর্বের শেষ দুটি ম্যাচ সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের সেন্ট ভিনসেন্টে পা রেখেছে বাংলাদেশ দল। এ সময় বাংলাদেশ দলের ক্রিকেটারদের নেচে গেয়ে বরণ করে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ খেলবে বাংলাদেশ। যেই ম্যাচ দুটিতে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস ও নেপাল।
যুক্তরাষ্ট্র পর্বে গ্রুপের সবচেয়ে কঠিন দুটি ম্যাচই খেলে ফেলেছে বাংলাদেশ। যেখানে শ্রীলঙ্কার বিপক্ষে শেষ মুহুর্তের জয় তুলে নিতে পারলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪ রানের হতাশাজনক হার হজম করতে হয়েছে টাইগারদের। এই দুঃসহ স্মৃতি ভুলে গিয়ে পরের ম্যাচে নজর দিতে হবে সাকিব-শান্ত-মুস্তাফিক-লিটনদের। সুপার এইটে যেতে গ্রুপের বাকি দুটি ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই বাংলাদেশের সামনে। তা নিয়েই এখন ভাবছে পুরো দল।
ওয়েস্ট ইন্ডিজের মাটিতে পা রাখার পর একদিন বিশ্রাম পাবে বাংলাদেশ দল। এরপর আগামী ১৩ জুন ফের মাঠে নামবে হবে বাংলাদেশ দলকে। যেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হবে নেদারল্যান্ডস। যাদের বিপক্ষে সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও হারতে হয়েছিল বাংলাদেশ। তাই সতর্ক থাকতেই হচ্ছে ডাচদের নিয়ে। ডাচদের বিপক্ষে সেই ম্যাচটি হবে ওয়েস্ট ইন্ডিজের কিংসটাউনে ১৩ জুন রাত সাড়ে ৮টায়।
বাংলাদেশ দলের দ্বিতীয় ম্যাচটিও হবে এই ভেন্যুতেই। যেখানে আগামী ১৭ জুন ভোর সাড়ে ৫টায় নেপালের বিপক্ষে গ্রুপপর্বের শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ দল।