টি-টোয়েন্টি ফরম্যাটের বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড। তবে তাদের শিরোপা ধরে রাখার আসরের শুরুটা মোটেও ভালো হয়নি। গ্রুপ ‘বি’-তে স্কটল্যান্ডের বিপক্ষে বৃষ্টিতে পরিত্যক্তের পর অজিদের বিপক্ষে হেরেছে বাটলাররা। তবে এখনো সুপার এইটের যাত্রা শঙ্কায় পড়েনি ইংলিশদের। তবে তাদের ভোগাতে পারে রান রেটের হিসেব।
স্কটল্যান্ড ওমানের বিপক্ষে ৪১ বল হাতে রেখে জিতে নেট রান রেটটাকে রীতিমতো আকাশেই তুলে দিয়েছে। ২.১৬৪ এখন তাদের নেট রান রেট। ওদিকে ইংল্যান্ড আছে -১.৮ নেট রান রেট নিয়ে। এতে বাকি দুই ম্যাচে জয় ছাড়াও রান রেটে বাড়তি নজর রাখতে হবে তাদের। তবে রান রেটের হিসেবে এখনই যেতে চান না ইংলিশ অধিনায়ক জশ বাটলার। সেটি ছাপিয়ে নিজেদের পরের ম্যাচ ওমানের বিপক্ষে আগে ম্যাচটা জিততে চায় বর্তমান চ্যাম্পিয়নরা।
ওমানের বিপক্ষে ইংল্যান্ডের ম্যাচটি আগামীকাল রাত ১টায়।
সেই ম্যাচ সামনে রেখেই বাটলার নজর তাই কেবল জয়েরই। তার মতে এখনই সবকিছু শেষ হয়ে যায়নি। সেই প্রসঙ্গে বাটলার বলেন, ‘আমার মনে হয় না, এখনই সব কিছু শেষ হয়ে গেছে। আমাদের কীভাবে খেলতে হবে, কী করতে হবে, সে ব্যাপারে আমাদের পরিকল্পনা স্পষ্ট। সাব্র আগে আমাদের ওমানের বিপক্ষে ম্যাচটি জিততে হবে,সামনে কোনো সুযোগ পাওয়ার জন্য। আমাদের আগে জেতার চেষ্টা করতে হবে, পরে যদি নেট রান রেটে প্রভাব ফেলার শঙ্কা রাখে তখন অবশ্যই করতে হবে।’