ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাড়ালেন টেন হাগ

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-12 21:36:16

কয়েকদিন আগেও কথা চলছিল যে, ইউনাইটেডের দায়িত্ব ছাড়ছেন কোচ এরিক টেন হাগ। কিন্তু মৌসুম-পরবর্তী পর্যালোচনার পর এরিক টেনের হাগের হাতেই কোচিংয়ের দায়িত্ব রাখতে চলেছেন রেড ডেভিলরা। ব্রিটিশ গণমাধ্যমগুলোর সূত্রমতে, প্রিমিয়ার লিগ ইতিহাসের সবচেয়ে সফল দলটির সঙ্গে চুক্তি বাড়ানোর বিষয় নিয়ে আলোচনা শুরু হয়েছে টেন হাগের। যেটি বাড়ছে আগামী মৌসুম পর্যন্ত। 

সবশেষ ২০২৩-২৪ মৌসুমটা খুব একটা ভালো যায়নি ইউনাইটেডের। কোনোমতে লিগ অষ্টমে থেকে শেষ করায় ইউরোপা লিগে নেমে গেছে তারা। তবে এফএ কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার সিটিকে ২-১ ব্যবধানে হারিয়ে দেয় অল রেডরা। 

লিগ মৌসুম শেষের পর এমন আলোচনা উঠেছিল, এফএ কাপের ফাইনালের ফলাফল যাই হোক ছাঁটাই হবেন টেন হাগ। তবে শিরোপা জয়ের পর মৌসুম-পরবর্তী পর্যালোচনা গেছে ইতিবাচক দিকেই। এতেই ইউনাইটেডের আপাতত থেকে যাচ্ছেন ৫৪ বছর বয়সী ডাচম্যান। 

বিবিসির সূত্রমতে, অল রেডদের নতুন মালিক স্যার জিম র‌্যাটক্লিপের সঙ্গে ‘গঠনমূলক আলোচনা’ হয়েছে টেন হাগের। তার ওপরই আরও এক মৌসুম ভরসা রাখতে চায় ক্লাবটি। এতেই বাড়তে যাচ্ছে টেন হাগের চুক্তি। 

এ সম্পর্কিত আরও খবর