চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে ‘ডি’-গ্রুপে নিজেদের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডস। যেখানে শুরুতে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালেন অধিনায়ক স্কট এডওয়ার্ডস।
দুই দলই দুটি করে ম্যাচ খেলে একটিতে জয় এবং অপরটিতে হারের দেখা পেয়েছে। ফলে উভয় দলেরই পয়েন্ট এখন ২। তবে নেট রানরেটে এগিয়ে থাকার সুবাদে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে আছে টাইগাররা। তার এক ধাপ নিচেই আছে ডাচরা।
আজকের ম্যাচে জয় তুলে নিলে সুপার এইটের পথে আরেকটু এগিয়ে যাবে শান্ত-সাকিবরা। তাই জয়ের উদ্দেশ্যে নিজেদের সর্বোচ্চটা নিয়েই মাঠে নামবে টাইগাররা। অপরদিকে ভারত বিশ্বকাপে বাংলাদেশকে হারানোর স্মৃতিচারণ আরও একবার করতে মরিয়া নেদারল্যান্ডস।
বাংলাদেশ একাদশঃ নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, লিটন দাস, সাকিব আল হাসান, তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, জাকের আলি অনিক, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মুস্তাফিজুর রহমান।
নেদারল্যান্ডস একাদশঃ স্কট এডওয়ার্ডস, মাইকেল লেভিট, ম্যাক্স ও'দাউদ, বিক্রমজিত সিং, সাইব্র্যান্ডন্ট অ্যাঙ্গগেলব্রেখট, বাস ডি লিড, আরিয়ান দত্ত, লোগান ফন বিক, টিম প্রিংগেল, পল ফন মিকেরেন, ভিভিয়ান কিংমা।