স্কটল্যান্ডকে উড়িয়ে ইউরো মিশন শুরু জার্মানির 

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-15 13:07:20

ইউরো ২০২৪ আসরের উদ্বোধনী ম্যাচের শুরুর ২০ মিনিটেই স্কটল্যান্ডের জালে দুবার বল জড়ায় স্বাগতিক জার্মানি। এতে চলতি আসরটা যখন নিজেদের মাঠে, সেখানে জার্মানদের দাপট যে অন্য উচ্চতায় থাকতে যাচ্ছে তারই যেন জানান দিল ক্রুস-গুন্দোয়ানরা। প্রথমার্ধেই আরও একটি গোল করে তারা। পরে দ্বিতীয়ার্ধে দুটি। এতে ১০ জনের স্কটল্যান্ডকে ৫-১ ব্যবধানে উড়িয়ে ইউরো মিশনটা ভালোভাবেই শুরু করলো নাগেলসম্যানের দল। 

শক্তি সামর্থ্য, পরিসংখ্যান, অভিজ্ঞতায় সবেই স্কটিশরা জার্মানদের থেকে ঢের পিছিয়ে। জার্মানি যখন তিনবারের ইউরো চ্যাম্পিয়ন, সেখানে এর আগে কেবল তিনবার ইউরোর মূলপর্বে খেলছে স্কটল্যান্ড। 

মিউনিখের আল্লিয়াঞ্জ অ্যারেনায় ম্যাচের দশম মিনিটে জশোয়া কিমিখের পাস থেকে বল জালে জড়িয়ে স্বাগতিকদের এগিয়ে নেন ফ্লোরিয়ান ভির্টৎস। ম্যাচের দিন তার বয়স ছিল ২১ বছর ৪২ দিন। এতেই বায়ার লেভারকুজেনের এই তরুণ মিডফিল্ডার নাম লিখিয়েছেন রেকর্ডবুকে। ইউরোর মূল আসরে জার্মানির হয়ে তাঁর চেয়ে কম বয়সে আর কেউ গোল করেননি। এর মিনিট আটেক পরেই আরেক তরুণ তারকা জামাল মুসিয়ালার গোলে ব্যবধান দ্বিগুণ করে জার্মানি। 

পরের প্রথমার্ধের শেষ দিকে জার্মান অধিনায়ক ইলকায় গুন্দোয়ানকে ডি-বক্সে মারাত্মক করে বসেন রায়ান পোটিয়াস। পরে ভিএআর দেখে সরাসরি লাল কার্ড দেখেন এই স্কটিশ ডিফেন্ডার এবং ১০ জনের দলে পরিণত হয় স্কটল্যান্ড। সেখানে সফল স্পট-কিকে প্রথমার্ধেই স্কোরলাইন ৩-০ তে আনেন কাই হাভার্টজ। 

দ্বিতীয়ার্ধে দুর্দান্ত জার্মানির বিপক্ষে কোনো বাঁধাই তৈরি করতে পারেনি স্কটল্যান্ড। ৬৮তম মিনিটে চতুর্থ গোলটি করেন নিকলাস ফুলক্রুগ এবং যোগ করা সময়ে শেষ গোলটি করেন এমরে কান। এদিকে ম্যাচের ৮৭তম মিনিটে একমাত্র গোলটি পায় স্কটল্যান্ড। সেটিও আবার জার্মানদের সুবাদেই। নিজেদের জালেই বল জড়িয়ে বসেন জার্মান ডিফেন্ডার রুডিগার। 

এ সম্পর্কিত আরও খবর