কোপায় সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 10:29:29

এ বছরই বসবে লাতিন আমেরিকার শ্রেষ্টত্বের লড়াই কোপা আমেরিকা। সেই লড়াইয়ে মাঠে নামার আগেই সুখবর পেল দুই ফেভারিট ব্রাজিল-আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দেখা হচ্ছে না সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের। রিও ডি জেনিরোতে অনুষ্ঠিত হয়েছে কোপা আমেরিকা গ্রুপপর্বের ড্র। যেখানে সহজ গ্রুপে পড়েছে ফেভারিটরা।

আগামী ১৪ জুন ব্রাজিল-বলিভিয়া ম্যাচ দিয়ে শুরু হবে দক্ষিণ আমেরিকার প্রাচীনতম ফুটবল আসর কোপা আমেরিকা। টুর্নামেন্টের ফাইনাল ৭ জুলাই। 

‘এ’ গ্রুপে ব্রাজিল পাচ্ছে-পেরু, ভেনেজুয়েলা ও বলিভিয়া। নিজেদের মাঠে নির্ভার হয়েই নামবে তারা।

আর্জেন্টিনা আছে ‘বি’ গ্রুপে। যেখানে তারা লড়বে কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতারের সঙ্গে। ১৫ জুন কলম্বিয়ার বিপক্ষে ম্যাচে শুরু অভিযান। বলা হচ্ছে কোপা দিয়েই আবারো জাতীয় দলে ফিরবেন লিওনেল মেসি। যিনি রাশিয়া বিশ্বকাপের পর থেকেই আছেন জাতীয় দলের বাইরে। নির্বাসন শেষে আবারো জাতীয় দলে ফেরার পথে আছেন এই প্লেমেকার।

কোপায় ‘সি’ গ্রুপে খেলবে উরুগুয়ে, চিলি, জাপান ও ইকুয়েডর। সন্দেহ নেই এখানে এগিয়ে থাকবে চিলি ও উরুগুয়ে।

কোপা আমেরিকার তিন গ্রুপ-

গ্রুপ এ: ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা ও পেরু
গ্রুপ বি: আর্জেন্টিনা, কলম্বিয়া, প্যারাগুয়ে ও কাতার
গ্রুপ সি: উরুগুয়ে, ইকুয়েডর, জাপান ও চিলি

এ সম্পর্কিত আরও খবর