৩৩ বছর আগের রেকর্ড ভাঙলেন জহির

বিবিধ, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-29 16:39:11

বাংলাদেশ অ্যাথলেটিক্সের সেই হারানো সুদিন তাহলে ফিরছে! ট্র্যাকে দুর্দান্ত পারফরম্যান্স দেখাচ্ছেন অ্যাথলিটরা। শুক্রবার ৪২তম জাতীয় অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় চমকে দিলেন জহির রায়হান। জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতা মিলিয়ে দেশের স্প্রিন্টারদের মধ্যে ৪০০ মিটারে সেরা টাইমিং করলেন তিনি। একইসঙ্গে জহির ভাঙলেন প্রায় ৩৩ বছরের পুরনো রেকর্ড।

ছুটির দিনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ট্র্যাকে ইলেক্ট্রনিক টাইমিংয়ে ৪০০ মিটারে ৪৬.৮৬ সেকেন্ড প্রথম হলেন বিকেএসপির অ্যাথলিট জহির।

সেই ১৯৮৬ সালে সিউল এশিয়ান গেমসের ৪০০ মিটারে মিলজার হোসেন ৪৭.৫৫ সেকেন্ড সময় নিয়েছিলেন। তারটিই ছিল বাংলাদেশের কোন অ্যাথলিটের এই ইভেন্টে সেরা টাইমিং। এবার তাকে পেছনে ফেললেন বিকেএসপির এই প্রতিযোগী। রেকর্ড ভেঙেই অবশ্য সেই মিলজারকে জড়িয়ে ধরেন জহির।



জহির অবশ্য আলোচনায় আসেন ২০১৭ সালেই। কেনিয়ার নাইরোবিতে হওয়া ওয়ার্ল্ড অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটার স্প্রিন্টের হিটে ৪৮ সেকেন্ড সময় নিয়ে সেমি-ফাইনালে উঠেন তিনি। সেই সাফল্য ধরে রেখে এগিয়ে যাচ্ছেন জহির। ঘরের ট্র্যাকে নতুন রেকর্ডের পর এবার দেশের বাইরেও টাইমিং ভাল করতে চান তিনি।

এ সম্পর্কিত আরও খবর