সাব্বিরের জন্য তামিমের পরামর্শ

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট,বার্তা২৪.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-31 22:09:14

নিউজিল্যান্ড সফরের ওয়ানডে দল ঘোষনার পর থেকে সব আলোচনার কেন্দ্রবিন্দু এখন একটাই-সাব্বির রহমানের ফেরা এবং ইমরুল কায়েসের বাদ পড়া। ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজার চেয়েছিলেন বলেই সাব্বির রহমান দলে সেটা পরিস্কার করে দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু। তবে নিষেধাজ্ঞায় থাকা সাব্বিরের শাস্তি কমিয়ে যে প্রক্রিয়ায় তাকে দলে সুযোগ দেয়া হয়েছে সেটার নীতি-নৈতিকতা নিয়েও প্রশ্ন উঠেছে। এম এ আজিজ স্টেডিয়ামে শনিবার দুপুরে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অনুশীলনে তামিম ইকবালের কাছেও সাব্বিরের ফেরা বিষয়ক প্রশ্নটা গেলো। বিতর্ক তৈরি হতে পারে তাই মন্তব্যটা করার সময় তামিম বেশ সাবধানী-‘ যেহেতু দল ঘোষণা হয়ে গেছে, সাব্বির এখন ওয়ানডে দলের ১৫ জনের অংশ। তার প্রতি আমার এটাই শুভ কামনা থাকবে যে,অতীতে যে সে ভুলগুলো করেছে, আশা করি সেটির পুনারাবৃত্তি হবে না। সে নিজেও হয়তো এটা বোঝে। ওর সঙ্গে ব্যক্তিগত অনেককিছুই আমি শেয়ার করি। আশা করি অন্য মানুষ হয়ে সে ফিরবে। ওর যে দায়িত্ব আছে শুধু বাংলাদেশের হয়ে খেলাই নয়, খেলোয়াড় হিসেবে যা যা করার দরকার সবই পালন করবে।’

মাঠে এবং মাঠের বাইরের বিভিন্ন ঘটনায় সাব্বির রহমানকে বাংলাদেশ ক্রিকেট বোর্ড পেছনের একবছরে সবমিলিয়ে তিনবার শাস্তি দিয়েছে। কখনো মোটা অংকের জরিমানা করা হয়েছে। আবার কখনো ক্রিকেটে নিষিদ্ধ হয়েছেন। তামিম আশা করছেন জাতীয় দলের এবারের ফিরে আসাটা সাব্বির রহমানকে আচরণগতভাবে বদলে দেবে।

সাব্বিরের ফেরাকে স্বাগত জানালেও নিউজিল্যান্ড সফর থেকে ইমরুল কায়েসের বাদ পড়ার কষ্টটা নিজেও অনুভব করছেন তামিম ইকবাল। বললেন-‘এটা দুর্ভাগ্য, একটা সিরিজে ৩৫০ (আসলে ৩৪৯ রান) রানের ওপরে করেছে। পরে দুটি ম্যাচ খারাপ করেছে। আর তাতেই পরের সিরিজের জন্য নির্বাচিত না হওয়া, এটাও মেনে নিতে হবে ক্রিকেটে এমনটাও হয়! অনেক সময় পজিশন, দলের সমন্বয়ের কারণে সব কিছু মন মতো হয় না। তবে নির্বাচক, কোচ বা অধিনায়কের মাথায় হয়তো ইমরুল ছিলো। কিন্তু সেই সঙ্গে ভাবনায় নিশ্চয়ই কিছু একটা ছিলো বলেই হয়তো তাকে এবার দলে নেয়া হয়নি। অবশ্য ক্রিকেটে সব সময়ই সুযোগ আসে, আশা করছি তখন সেটি সে লুফে নেবে।’

 

 

এ সম্পর্কিত আরও খবর