আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের হার বিশ্বকাপ থেকে ছিটকে দিয়েছে অস্ট্রেলিয়াকেও। আফগানদের হারই একমাত্র নিশ্চিত করতে পারত অজিদের সেমিফাইনালের টিকিট। কিন্তু শেষ পর্যন্ত তা আর হলো না। অজিদের বিদায়ের এই দিনে নিজের অবসরের ঘোষণাও দিয়ে দিলেন ডেভিড ওয়ার্নার।
দীর্ঘ প্রায় ১৫ বছরের বর্ণিল ক্রিকেট ক্যারিয়ারকে বিদায় জানিয়ে দিলেন সময়ের অন্যতম সেরা এই ব্যাটার। যদিও বিশ্বকাপের আগেই তিনি জানিয়ে রেখেছিলেন নিজের অবসরের বিষয়টা। এই বিশ্বকাপই যে ওয়ার্নারের শেষ আন্তর্জাতিক কোনো ক্রিকেট টুর্নামেন্ট হতে চলেছে সেটা তার সমর্থকরা এবং সতীর্থরা জানতেন আগেই।
২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জাতীয় দলের জার্সিতে প্রথমবার আন্তর্জাতিক ম্যাচে মাঠে নামেন ওয়ার্নার। টি-টোয়েন্টি ফরম্যাটে অজিদের হয়ে মোট ১১০টি ম্যাচ খেলেছেন ওয়ার্নার। যেখানে ১টি সেঞ্চুরিসহ তার রান ৩২৭৭। এছাড়াও জাতীয় দলের জার্সি গায়ে ১১২টি টেস্ট ও ১৬১ টি ওয়ানডে খেলার অভিজ্ঞতাও আছে তার। টেস্ট ম্যাচে তার মোট ৮৭৮৬, যেখানে শতক আছে ২৬টি। ওয়ানডে ফরম্যাটে ২২টি সেঞ্চুরির সঙ্গে তার মোট রান ৬৯৩২।