শচীনের রেকর্ড ভাঙলেন নেপালি কিশোর

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 18:12:23

সেই ২৯ বছর আগে বিস্ময়ের জন্ম দিয়েছিলেন শচীন টেন্ডুলকার। সবচেয়ে কম বয়সে গড়েছিলেন আন্তর্জাতিক ক্রিকেটে হাফসেঞ্চুরির রেকর্ড। এরপর কতো তারকার জন্ম দেখেছে ক্রিকেট বিশ্ব। কিন্তু ভারতীয় ক্রিকেট কিংবদন্তির রেকর্ডটা অক্ষত ছিল। এবার সেই কীর্তি টপকে গেলেন নেপালের এক কিশোর।

১৬ বছর বয়সী বালক চমকে দিলেন! শনিবার রেকর্ডের পাতায় জায়গা করে নিয়েছেন নেপালের রোহিত পাওডেল। মাত্র ১৬ বছর ১৪৬ দিন বয়সে হাফসেঞ্চুরি করলেন তিনি। বিশ্বে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে অর্ধশতকের রেকর্ড গড়লেন রোহিত। শচীন এই রেকর্ড গড়েন ১৬ বছর ২১৩ দিন বয়সে। পাকিস্তানের বিপক্ষে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে অর্ধশত করেন তিনি।

এখানেই শেষ নয়, এই কিশোর টপকে গেলেন শহীদ আফ্রিদিকেও! ১৬ বছর ২১৭ দিন বয়সে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি তুলে রেকর্ড গড়েন পাকিস্তানের ওই তারকা ক্রিকেটার। সেই ইনিংসের হাফসেঞ্চুরিটাই ছিল আন্তর্জাতিক ওয়ানডেতে কোনো ব্যাটসম্যানের সবচেয়ে কম বয়সে খেলা ফিফটির রেকর্ড।

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুবাইয়ে ৫৮ বলে ৫৫ রানের এক ইনিংস খেলেন রোহিত। ম্যাচে ১৪৫ রানে জিতেছে নেপাল।

এ সম্পর্কিত আরও খবর