যেমন হতে পারে ভারত-ইংল্যান্ড সেমিফাইনালের একাদশ

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম | 2024-06-27 18:20:12

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হচ্ছে গেল আসরের চ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ভারত। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায়।

ইংল্যান্ডের জন্য আজকের ম্যাচটা মূলত ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা জয়ের খুব কাছে চলে যাওয়া। অপরদিকে ভারতের জন্য ম্যাচটা প্রতিশোধের। সবশেষ অস্ট্রেলিয়া বিশ্বকাপের সেমিতে ইংলিশদের বিপক্ষে ১০ উইকেটে হারের ক্ষত বয়ে বেড়াচ্ছিলেন রোহিত-কোহলিরা। এছাড়াও দীর্ঘ এক যুগ ধরে শিরোপার দেখা না পাওয়া তো আছেই।

এমন ম্যাচে তাই নিজেদের সেরা একাদশটাকেই মাঠে খেলাবে দু’দল সেটা বলাই যায়। ভারত অবশ্য সুপার এইটে নিজেদের শেষ তিন ম্যাচে একই একাদশ নিয়ে খেলেছে। তিন ম্যাচেই দাপটের সঙ্গে জয় তুলে নিয়েছে রোহিত শর্মার দল। দলের সবাই দারুণ ছন্দে থাকাটা তাদের জন্য বড় একটা ইতিবাচক দিক। তাই ভারতের একাদশে আজও পরিবর্তন আসার সম্ভাবনা খুবই কম।

তবে একাদশে বদল আনতে পারে ইংল্যান্ড। কন্ডিশন বিবেচনায় একজন পেসার কম খেলিয়ে বাড়তি একজন ব্যাটারকে সুযোগ দিতে পারে একাদশে। সেই সঙ্গে বোলিংয়েও অপশন হিসেবে অলরাউন্ডার উইল জ্যাকসকে খেলাতে পারে তারা।

ভারতের সম্ভাব্য একাদশ:

রোহিত শর্মা, (অধিনায়ক), বিরাট কোহলি, রিশভ পান্ত, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ:

জশ বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, উইল জ্যাকস/রিস টপলি, জনি বেয়ারস্টো, হ্যারি ব্রুক, মঈন আলী, লিয়াম লিভিংস্টোন, স্যাম কারান, জোফরা আর্চার, আদিল রশিদ, ক্রিস জর্ডান।

এ সম্পর্কিত আরও খবর