‘নতুন’ সাকিবের বোলিংয়ে জিতল বাংলাদেশ

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-24 20:53:35

আরেক সাকিবের দেখা মিলল বাংলাদেশ ক্রিকেটে। সাকিব আল হাসানের পর এবার তানজিম সাকিব। বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার। তারই দুর্দান্ত বোলিংয়ে রোববার সফরকারী ইংল্যান্ড যুবাদের সিরিজের একমাত্র যুব টি-টুয়েন্টিতে হারাল বাংলাদেশ।

কক্সবাজারে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলকে ৭ উইকেটে অনায়াসেই হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। পর্যটন নগরীতে সফরকারীদের ১২০ রানে থামিয়ে দেয় জুনিয়র টাইগাররা। এরপর ৭ বল হাতে রেখেই দল পায় সহজ জয়!

টস জিতে ব্যাট হাতে নেমেই চাপের মুখে পড়ে ইংল্যান্ডের যুবারা। এরপর আর সেই ধাক্কা সামলে উঠা হয়নি। প্রথম চার ওভারে তিন উইকেট হারানো দল আর মাথা তুলে দাঁড়াতে পারেনি। এক পর্যায়ে ৪.৫ ওভারে মাত্র ৩৬ রানে ৪ উইকেট হারায় দলটি। যার তিনটিই তানজিম সাকিবের।

পঞ্চম উইকেট উইকেট জুটিতে ৪৬ রানের জুটিতে প্রতিরোধ গড়েন হিল ও গোল্ডসওয়ার্থি। ৩৫ বলে ৩৪ রানে হিলকে ফিরিয়ে ফের ম্যাচের নিয়ন্ত্রণ নেয় যুবারা। গোল্ডসওয়ার্থি করেন ১৭ রান।

জবাব দিতে নেমে শুরুটাই দুর্দান্ত ছিল স্বাগতিকদের। উদ্বোধনী জুটিতে ৫০ রান তুলেন তানজিদ তামিম ও মাহমুদুল হাসান। তানজিদ ২২ বলে ২৮ করে ধরেন সাজঘরের পথ। মাহমুদুল ৫৪ বলে করেন ৪৪ রান। এরপর পারভেজ হোসেনের ২৯ বলে ৩৩ রানের ইনিংস অনায়াসেই জয়ের বন্দরে নোঙর করে বাংলাদেশের যুবারা।

ম্যাচসেরা ৩০ রানে ৪ উইকেট নেওয়া ‘নতুন’ সাকিব।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের মধ্যকার তিন ম্যাচ যুব ওয়ানডেের প্রথমটি অনুষ্ঠিত হবে মঙ্গলবার।

সংক্ষিপ্ত স্কোর-
ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯: ২০ ওভারে ১২০/৮ (হিল ৩৪, গোল্ডসওয়ার্থি ১৭, বল্ডারসন ১৬, স্মিড ১৫; রাকিবুল ১/২০, সাকিব ৪/৩০, শামিম ১/৩, রিশাদ ০/২১, মৃত্যুঞ্জয় ১/২৬)।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯: ১৮.৫ ওভারে ১২৩/৩ (তামিম ২৮, মাহমুদুল ৪৪, পারভেজ ৩৩, শামিম ৬*, আকবর ৮*; হিল ২/১৩, হলম্যান ১/২৩)।
ফল: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৭ উইকেটে জয়ী
ম্যাচসেরা: তানজিম সাকিব

এ সম্পর্কিত আরও খবর