মেসি ম্যাজিকে আরেকটি জয় বার্সার

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 01:01:43

প্রতি সেই একই গল্প! লিওনেল মেসি মাঠে মানেই বার্সেলোনার হাসিমুখ। ক্লাব ফুটবলের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার বলে কথা। আরো একবার বার্সেলোনার জয়ের নায়ক তিনি। জিরোনার বিপক্ষে মেসি ম্যাজিকেই জিতল কাতালান ক্লাবটি। দলের হয়ে আরেকটি গোল করেন নেলসন সেমেদো।

রোববার ২-০ গোলে জিরোনাকে হারাল বার্সা। অবশ্য স্প্যানিশ লা লিগার প্রথম পর্বে নু কাম্পে দলটির কাছে হোঁচট খেয়েছিল ফেভারিটরা।

এবার সেই প্রতিশোধটাই নিয়েছেন বার্সার তারকা ফুটবলাররা। তবে প্রথম গোলটা সৌভাগ্যের পরশেই পেয়েছে দলটি। খেলার তখন ৯ মিনিট। আক্রমনে লুইস সুয়ারেস। তার প্রচেষ্টা ব্যর্থ হলেো্ বল পেয়ে যান সেমেদো। তিনি নিশানা খুঁজে নিতে ভুল করলেন না!

একটুর পরই ব্যবধানটা দ্বিগুণ হতে পারতো। ফিলিপে কৌতিনিয়োকে দারুণ পাস দিয়েছিলেন মেসি। কিন্তু জিরোনোর গোলকিপার ইয়াসিন বেনোকে বোকা বানাতে পারেন নি তিনি। অবশ্য প্রথমার্ধের শেষ দিকে এসে গোল হজম করতে যাচ্ছিল বার্সা। ৪২তম মিনিটে ক্রিস্তিয়ান স্তুয়ানির প্রচেষ্টা নশ্চাৎ করে দেন বার্সেলোনা গোলরক্ষক মার্ক-আন্ড্রে টের স্টেগেন। তারপরই পেরে পন্সের শট জালে প্রবেশের মুখে গোললাইন থেকে ক্লিয়ার করেন জেরার্ড পিকে।

৬৮তম মিনিটে এসে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। গোল করাটাকে অভ্যাস বানিয়ে ফেলেছেন অনেক আগেই। সেই ধারাবাহিকতটাই থাকছে তার। এ নিয়ে চলতি লা লিগায় টানা ছয় ম্যাচে গোল পেলেন মেসি। এবারের লা লিগায় তার গোলসংখ্যা মোট ১৯টি। শীর্ষে তিনিই।

মেসির দলও উড়ছে। ২১ ম্যাচে ১৫ জয় ও চার ড্রয়ে ৪৯ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে বার্সেলোনা। আতলেতিকো মাদ্রিদ ১২ জয় ও আট ড্রয়ে ৪৪ পয়েন্ট নিয়ে রয়েছে দ্বিতীয় স্থানে।

এ সম্পর্কিত আরও খবর