মাশরাফির রংপুর নাকি সাকিবের ঢাকা?

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:13:09

একদিন বিরতির পর আজ সোমবার আবারো শুরু বাংলাদেশ প্রিমিয়ার ক্রিকেট লিগের (বিপিএল) উত্তেজনা। প্লে-অফে জায়গা করে নিতে এখন প্রতিটি ম্যাচই যেন ডু অর ডাই। একটি হারেই খাদের কিনারায় চলে যাচ্ছে দলগুলো। আবার একটি জয় সতেজ করছে সম্ভাবনা।

সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুপুরে খুলনা টাইটানস লড়বে কুমিল্লা ভিক্টোরিয়ানসের সঙ্গে। মাহমুদউল্লাহ রিয়াদের খুলনা এরইমধ্যে ছিটকে গেছে লড়াই থেকে। ১০ ম্যাচে মাত্র দুই জয়ে পয়েন্ট টেবিলের তলানিতে দলটি। তবে জয় চাই কুমিল্লার। ৮ ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট নিয়ে তামিম ইকবালরা রয়েছেন চতুর্থস্থানে। জিতলে প্লে-অফে খেলার সম্ভাবনা মজবুত হবে!

দিনের দ্বিতীয় ম্যাচটি ঘিরে ক্রিকেটপ্রেমীদের যতো আগ্রহ। তারকায় ঠাসা দুই দল। মুখোমুখি ঢাকা ডায়নামাইটস ও রংপুর রাইডার্স। মুখোমুখি সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা।

রংপুরে আছেন ক্রিস গেইল, অ্যালেক্স হেলস, রাইলি রুশো, এবি ডি ভিলিয়ার্সের মতো বিদেশী রিক্রুট। যারা মুহুর্তেই বদলে দিতে পারেন ম্যাচের দৃশ্যপট। তাদের নিয়ে বাজি ধরছেন মাশরাফি। দলের ক্রিকেটার মোহাম্মদ মিথুন ম্যাচটির আগে বলছিলেন, ‘দেখুন, ঢাকার সঙ্গে রংপুরের সবসময় একটা ভাল ম্যাচ হয়। আশা করি এবারও তেমনটাই হবে। তবে আমরা কোন প্রতিশোধের লড়াইয়ে নামছি। নিছকই অন্য একটি ম্যাচের মতই জয়ের চোখ থাকবে আমাদের।’

বিপিএলে এরইমধ্যে ব্যাট হাতে ঝড় তুলেছেন রংপুরের ব্যাটসম্যানরা। চট্টগ্রামেই গড়েছেন দলীয় সর্বোচ্চ রানের (২৩৯) রেকর্ড। এবার সেই সাফল্য ধরে রাখার পালা।

পয়েন্ট টেবিলে ৮ ম্যাচ খেলে ৫ জয় নিয়ে ঢাকা আছে দ্বিতীয়স্থানে। ৯ ম্যাচে সমান ১০ পয়েন্ট নিয়ে এরপরই রংপুর। জিতলেই নিজেদের ছাড়িয়ে যাবে তারা। একইসঙ্গে প্লে-অফে খেলাও অনেকটা নিশ্চিত হয়ে যাবে!

বিপিএলে সোমবারের দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

খুলনা টাইটানস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
ম্যাচ শুরু বেলা ১-৩০ মিনিটে
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

ঢাকা ডায়নামাইটস বনাম রংপুর রাইডার্স
ম্যাচ শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর