নিউজিল্যান্ডেও ভারতের ‘বিরাট’ জয়

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-23 00:30:23

অস্ট্রেলিয়ার পর এবার নিউজিল্যান্ডেও উড়ল ভারতীয় ক্রিকেটের বিজয় নিশান। বিরাট কোহলির হাত ধরে আরেক ‘বিরাট’ জয়! বে ওভালে সোমবার সিরিজের তৃতীয় ম্যাচেও টিম ইন্ডিয়ার তুমুল দাপট! ২৪৩ রানের জবাবে নেমে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে সফরকারীরা।

এর অর্থ দুই ম্যাচ বাকি থাকতেই নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ জিতে গেল ভারত।

১০ বছর পর নিউজিল্যান্ডের মাঠে ওয়ানডে সিরিজ জিতল ভারতীয় দল। সব মিলিয়ে দ্বিতীয়বারের মতো মিলল সিরিজ জয়ের তৃপ্তি! ২০০৮-০৯ নিউজিল্যান্ড সফরে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে প্রথমবার দ্বি-পাক্ষিক সিরিজ জিতেছিল তারা। ২০১৯ কিউইদের বিপক্ষে সিরিজ জিতে বিরাট কোহলি ছুঁয়ে ফেললেন ধোনিকে।

এ মাসেই অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছিল ‘মেন ইন ব্লু’রা। সেই সাফল্যের রেশ রেখে তাসমান সাগরের এপারেও মিলল সাফল্য।

মাউন্ট মঙ্গানুইতে পাঁচ ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে নিউজিল্যান্ডকে ৭ উইকেটে হারাল ভারত। সিরিজ বাঁচানোর লড়াইয়ে সোমবার তেমন কিছুই করতে পারল না স্বাগতিকরা। রস টেলর (৯৩) ও টম লাথামের (৫১) দৃঢ়তার পরও মাত্র ২৪৩ রান করে কিউইরা। ১২৮ বলে ১১৯ রানের জুটি গড়েন লাথাম-টেলর। তবে অন্যরা যারপরনাই ব্যর্থ।

অবশ্য দুই পেসার মোহাম্মদ শামির পেসের সামনে অসহায় ছিল তারা। এই পেসার ৪১ রানে নেন ৩ উইকেট। কম যান নি ভুবনেশ্বর কুমারও। ৪৬ রানে নেন ২ উইকেট। বেফাঁস মন্তব্যের জন্য নির্বাসন কাটিয়ে ফিরেই সাফল্য পেলেন হার্দিক পান্ডিয়া। তারও সংগ্রহে ২ উইকেট।

এরপর জবাবে নেমে রোহিত শর্মা আর কোহলির দাপটে ৪২ বল হাতে রেখেই দল তুলে নেয় জয়। রোহিতের ব্যাটে ৬২ (৭৭ বলে) আর অধিনায়ক কোহলি করেন ৬০ রান (৭৪)। তবে ম্যাচসেরা প্রবল বাতাসের বাধা কাটিয়ে দুর্দান্ত বল করা পেসার শামি।

সংক্ষিপ্ত স্কোর-

নিউজিল্যান্ড: ৪৯ ওভারে ২৪৩/১০ (গাপটিল ১৩, মানরো ৭, উইলিয়ামসন ২৮, টেইলর ৯৩, ল্যাথাম ৫১, নিকোলস ৬, স্যান্টনার ৩, ব্রেসওয়েল ১৫, সোধি ১২, বোল্ট ২, ফার্গুসন ২*; ভুবেনশ্বর ২/৪৬, শামি ৩/৪১, চেহেল ২/৫১, হার্দিক ২/৪৫)।
ভারত: ৪৩ ওভারে ২৪৫/৩ (রোহিত ৬২, ধাওয়ান ২৮, কোহলি ৬০, রায়ডু ৪০*, কার্তিক ৩৮*, কেদার ২২*; বোল্ট ২/৪০, স্যান্টনার ১/৪৫)।
ফল: ভারত ৭ উইকেটে জয়ী
সিরিজ: ৫ ম্যাচ সিরিজে ভারত ৩-০তে এগিয়ে
ম্যাচসেরা: মোহাম্মদ শামি

এ সম্পর্কিত আরও খবর