মাশরাফিদের সামনে মিরাজের রাজশাহী

ক্রিকেট, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-22 18:14:31

হারানো ছন্দ খুঁজে পেয়েছে রংপুর রাইডার্স। এবিডি ভিলিয়ার্স যোগ দিতেই পাল্টে গেছে উত্তরবঙ্গের এই দলটি। ব্যাটিং শক্তি যেমন বেড়েছে বোলাররাও খুঁজে পেয়েছেন পথ। সোমবার সেই ভিলিয়ার্সের সেঞ্চুরিতেই অনায়াসে ঢাকা ডায়নামাইটসকে হারিয়েছে রংপুর। একইসঙ্গে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে-অফে খেলার পথে এগিয়ে গেছে আরো একধাপ।

বিশ্রামের সুযোগ নেই। চট্টগ্রাম পর্বে মঙ্গলবারই ফের মাঠে নামছে মাশরাফি বিন মর্তুজার রংপুর। এবার প্রতিপক্ষ রাজশাহী কিংস। মেহেদী হাসান মিরাজের দলও আছে লড়াইয়ে। দশ ম্যাচে ৫ জয়ে অর্জন ১০ পয়েন্ট। পরের পর্বে খেলার সম্ভাবনা টিকিয়ে রাখতে জয় চাই দলটির। মুস্তাফিজুর রহমানরা সাফল্যের ধারাতেই আছেন। যে কোন দলের জন্যই আতঙ্ক হয়ে উঠেছে কিংস।

যদিও রংপুরকে সামাল দেওয়া সহজ হবে না। ব্যাট হাতে অ্যালেক্স হেলস-এবিডি ভিলিয়ার্সরা শাসন করছেন বোলারদের। চট্টগ্রামেই বিপিএল ইতিহাসের সর্বোচ্চ দলীয় স্কোর (২৩৯) গড়েছে তারা। সবশেষ সোমবার শতরান পেলেন ভিলিয়ার্স। হেলসের ব্যাটে অপরাজিত ৮৫। এর আগে বল হাতে মাশরাফি আর ফরহাদ রেজারা ছিলেন সফল।

সব মিলিয়ে রোমাঞ্চকর এক ম্যাচের মঞ্চ তৈরি।

দিনের আরেক ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও কুমিল্লা ভিক্টোরিয়ানস। এই দুই দলও আছে লড়াইয়ে। ইমরুল কায়েসের কুমিল্লা ৯ ম্যাচে ৬ জয়ে আছে পয়েন্ট তালিকার শীর্ষে। এভিন লুইসের সেঞ্চুরি, ওয়াহাব রিয়াজের হ্যাটট্রিকে সোমবার তারা উড়িয়ে দিয়েছে খুলনা টাইটানসকে। সন্দেহ নেই মঙ্গলবার স্বাগতিকদের কঠিন চ্যালেঞ্জ জানাবে দলটি।

আবার চিটাগং হঠাৎ করেই হারিয়েছে পথ। ৯ ম্যাচে ৬ জয়ে অবশ্য তাদেরও পয়েন্ট ১২। মুশফিকুর রহিমরা এই ম্যাচে জয় দিয়ে ছন্দে ফিরতে তৈরি।

বিপিএলে মঙ্গলবারের দুটি ম্যাচই সরাসরি দেখা যাবে টেলিভিশনের পর্দায়। চলুন দেখে নেই কোন চ্যানেলে দেখা যাবে ম্যাচ দুটি।

চিটাগং ভাইকিংস বনাম কুমিল্লা ভিক্টোরিয়ানস
ম্যাচ শুরু বেলা ১-৩০ মিনিটে
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

রংপুর রাইডার্স বনাম রাজশাহী কিংস
ম্যাচ শুরু সন্ধ্যা ৬.৩০ মিনিটে
সরাসরি খেলা দেখাবে জিটিভি ও মাছরাঙ্গা

এ সম্পর্কিত আরও খবর